দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১২ জুন: টানা ৭০ দিন পর দেশে করোনা গ্রাফ সর্বনিম্ন হলেও পাল্লা দিয়ে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। এই মুহূর্তে যা সবচেয়ে বেশি চিন্তার বিষয় বিশেষজ্ঞদের কাছে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনের। শুক্রবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬০০ বেশি। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী, গতকাল ১৯ লক্ষ ২০ হাজার ৪৭৭টি নমুনা পরীক্ষা হয়েছে। ইতিমধ্যে দেশের ২৪ কোটি ৯৬ লক্ষ ৩০৪ জন টিকা পেয়েছেন।

thebengalpost.in
দেশে করোনা চিত্র :

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে রাজ্যে, প্রায় দু’মাস পরে দৈনিক সংক্রমণের সংখ্যা ৫ হাজারের নীচে নামলো। শনিবার সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৬ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৮১ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৪৯ জন। আপাততো রাজ্যে সুস্থতার হার ৯৭. ৭৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে  মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৫৭ হাজার ২৭৩ জন। গত একদিনে ৬২ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার রিপোর্টে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৪৮৮৩ জন এবং মৃত্যু হয়েছিল ৮৯ জনের। কাজেই, রাজ্যে সংক্রমণ ও মৃত্যু’র হার যে দ্রুত হারে কমছে তা বলাই বাহুল্য!

thebengalpost.in
একনজরে জেলার সংক্রমণ :