দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: দাপট কমছে দ্বিতীয় ঢেউয়ের! তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি সারা জেলা প্রশাসনের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে পশ্চিম মেদিনীপুর সহ প্রতিটি জেলাই প্রস্তুত আছে, করোনা’র তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করার জন্য। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৪৮৮ জন। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী ২২৪ জন এবং শনিবারের রিপোর্ট অনুযায়ী ২৬৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার নিম্নমুখী হলেও, মৃত্যুর হার এখনও সেভাবে কমেনি! গত ৪৮ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলার করোনা হাসপাতাল গুলিতে মৃত্যু হয়েছে ১২ জনের (শুক্রবার ৬, শনিবার ৬)। সংক্রমণের এই নিম্নমুখী প্রেক্ষাপটে গত ৭ দিনের করোনা-চিত্রটা ঠিক এই রকম— ৩৫৫ (৩০ মে), ৩১০ (৩১ মে), ২৮৬ (১ জুন), ৩৬৬ (২ জুন), ২৭৭ (৩ জুন), ২২৪ (৪ জুন) এবং ২৬৪ (৫ জুন)। গত এক সপ্তাহে মোট সংক্রমিত হয়েছেন- ২০৮২ জন। গত চব্বিশ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী জেলার পজিটিভিটি রেট বা দৈনিক সংক্রমণের হার ১০.৫২ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় যে ২৪৬১ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, তাতে পজিটিভ এসেছে ২৬৪ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৬৯ জন। সুস্থ হয়ে ওঠার হার প্রায় ৯১ শতাংশ! জেলায় এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা হল- ২৮৩৫। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, জেলার করোনা হাসপাতালগুলোতে ৬০ শতাংশ শয্যা খালি আছে।

thebengalpost.in
তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে প্রস্তুত জেলা প্রশাসন তথা জেলা স্বাস্থ্য দপ্তর :

অন্যদিকে, টানা ৪০ দিন পর এই প্রথম জেলা শহরের দৈনিক সংক্রমণ ৫০ এর নীচে নামল! গত ২ দিনে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে ২২৪ ও ২৬৪ জন; এর মধ্যে জেলা সদর মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৪৮ জন ও ৪৭ জন। লকডাউন (কার্যত) বিধিনিষেধের ফলেই যে এই সংক্রমণের দাপট কমেছে তা বলাই বাহুল্য! যদিও, এই মুহূর্তের সামান্য অসচেতনতাও যে বড় বিপদ ডেকে আনতে পারে সেই বিষয়ে সাবধান করে দিয়েছে জেলা ও রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় খড়্গপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৪৩ জন। এর মধ্যে, শহরের ৩২, রেল সূত্রে ৮, গ্রামীণে ২ এবং আইআইটি’তে ১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। গত চব্বিশ ঘণ্টায় শালবনী ব্লকে ৩ জন (শালবনী), গড়বেতার তিনটি ব্লক মিলিয়ে ১৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। অপরদিকে, বেলদায় ২৪ জন, দাঁতনে ১৬ জন এবং কেশিয়াড়িতে ১১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। ডেবরায় ৮ জন, সবংয়ে ৫ জন এবং পিংলায় ১৩ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। গত চব্বিশ ঘণ্টায় কেশপুরে ১ জন এবং ঘাটাল মহকুমায় ৬৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।