দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: অবশেষে সর্বস্তরের দাবি মেনে ‘শ্রেণীকক্ষ’ ফিরিয়ে দেওয়া হচ্ছে শিশু শিক্ষার্থীদের জন্য। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্যও বুধবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে শ্রেণীকক্ষেই ক্লাস হবে। বন্ধ করা হচ্ছে, ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প। সোমবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়া হয়েছে, প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী অবধি পড়ুয়াদের জন্যও স্কুল খুলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে খুলে যাচ্ছে, আইসিডিএস (ICDS) সেন্টারগুলিও। তবে, এই বিষয়ে বিদ্যালয় শিক্ষা দফতর ও নারী শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক পরামর্শ সহ নির্দেশিকা (SOP) ও প্রকাশ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এককথায়, কোভিড বিধি মেনে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করা হচ্ছে বলে জানা গেছে। সেইসঙ্গে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচিও আপাতত বন্ধ করে দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।

thebengalpost.net
রাজ্যের বিজ্ঞপ্তি:

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

এদিকে, নৈশকালীন বিধিনিষেধ বা নাইট কারফিউ বাড়ানো হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি অবধি। তবে, রাত্রি ১১ টা থেকে নয়, এবার থেকে রাত্রি ১২ টা থেকে ভোর ৫ টা অবধি অবাধ যাতায়াতের উপর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এককথায় বলা যেতে পারে, জেলায় জেলায় সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই, কোভিড বিধিনিষেধ আরও শিথিল করা হল রাজ্যে। তবে, মাস্ক পরিধান সহ সাধারণ বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সোমবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৩২০ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী প্রচার) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :