দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৭ মে:গ্রীষ্মাবকাশ বা গরমের ছুটির পর অবশেষে খুলতে চলেছে স্কুল। সোমবার (২৭ মে) এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ৩ জুন অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত (বা, সরকার পোষিত) প্রাথমিক ও মাধ্যমিক (উচ্চ মাধ্যমিক সহ) স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ বা উপদেশ (advised to attend schools) দেওয়া হয়েছে। অপরদিকে, ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খুলবে আগামী ১০ জুন (সোমবার)। উল্লেখ্য যে, প্রচন্ড দাবদাহের কারণে, ২২ এপ্রিল থেকে গরমের ছুটি পড়েছিল রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে।
প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী সময়ে জেলা প্রশাসনের সহায়তা নিয়ে পুনরায় স্কুলগুলি চালু করার মতো পরিবেশ বা পরিকাঠামো তৈরী করে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষাকর্মীদের। অন্যদিকে, ১ জুন রাজ্য তথা দেশের শেষ দফার (সপ্তম দফার) নির্বাচন। ফলাফল ৪ জুন (4th June)। এই সমস্ত বিষয় বিবেচনা করেই যে পড়ুয়া বা ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলার দিন নির্ধারণ করা হয়েছে ১০ জুন, তা মনে করছেন ওয়াকিবহাল মহল।