Education

NAAC: ‘কঠিন পরীক্ষা’য় উত্তীর্ণ হয়ে এখনও পর্যন্ত সেরা ‘বি প্লাস প্লাস’ গ্রেড পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: ‘ন্যাক’ (NAAC) এর বিচারে ‘বি প্লাস প্লাস’ বা ‘বি ডবল প্লাস’ (B++) গ্রেড পেল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এই ফলাফল জানতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২২ ডিসেম্বর) একটি সাংবাদিক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই নিয়ে চারবার ‘ন্যাক’ (ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কমিশন) এর মুখোমুখি হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। তার মধ্যে এবার প্রাপ্ত ‘বি প্লাস প্লাস’ (২.৭৯ নম্বর) গ্রেডই এখনও পর্যন্ত সেরা (গ্রেডের নিরিখে)। প্রসঙ্গত, গতবার বিদ্যাসাগর পেয়েছিল ‘বি’ (B) গ্রেড। তবে, সেবার প্রাপ্ত নম্বর ছিল ২.৮৬ (সেইসময় শুধুমাত্র A, B, C গ্রেডেশন পদ্ধতি ছিল)। অপরদিকে, এই প্রথমবার ন্যাকের মূল্যায়নে যুক্ত হয়েছে নতুন একটি মানদন্ড। সেটি হল- অনলাইন সাবমিশন অফ ডাটা (Online Submission of Data)। ন্যাকের দেওয়া পোশাকি নাম- Quantitative Metrics (QnM)। এই নতুন পদ্ধতিতে, এখনও ন্যাকের মুখোমুখি হতে হয়নি কলকাতা, প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতী, বর্ধমান এর মতো রাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়গুলিকে। এই মানদণ্ড যুক্ত হওয়ার পর, মূল্যায়ন পদ্ধতি আরও অনেক কঠিন হয়ে গেছে বলে বুধবার অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। সেই তুলনায় ফলাফল সন্তোষজনক বলে মনে করছেন উপাচার্য, রেজিস্ট্রার (ড. জয়ন্ত কিশোর নন্দী) সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এর আগে শুধুমাত্র ‘অনসাইট ভিসিট’ (Onsite Visit) মানদণ্ডের বিচারেই ন্যাকের মূল্যায়ন হয়েছে। যেটির পোশাকি নাম হল, Qualitative Metrics (QlM)। কিন্তু, এবার তার সাথে যুক্ত হওয়া ‘অনলাইন সাবমিশন অফ ডাটা’ (QnM)’ই ন্যাকের মূল্যায়ন পদ্ধতিকে বেশ জটিল বা কঠিন করে তুলেছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিবাজী প্রতিম বসু, বিজ্ঞান ও কলা বিভাগের ডিন যথাক্রমে ড. সত্যজিৎ সাহা ও ড. তপন কুমার দে এবং বিভিন্ন অধ্যাপক-অধ্যাপিকা থেকে আধিকারিকদের মতামত। উল্লেখ্য যে, অনসাইট ভিসিটে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবার ‘এ’ (A) গ্রেড (৩.১১/৪) পেলেও, অনলাইন সাবমিশনে বিদ্যাসাগর পেয়েছে ‘বি প্লাস’ (B+) গ্রেড (২.৬৫/৪)। সার্বিক বিচারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্রেড (CGPA) হল ‘বি প্লাস প্লাস’ (B++) এবং প্রাপ্ত নম্বর হল ২.৭৯ (৪ এর মধ্যে)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, “অত্যন্ত জটিল বা দুরূহ এই মূল্যায়নের নিরিখে আমাদের ফল সন্তোষজনক হলেও, আমরা আত্মতুষ্ট নই! আমরা আশা করেছিলাম এবার আমরা সার্বিক বিচারেই ‘এ’ গ্রেড পাব। তবে, অনসাইট ভিজিটে ‘এ’ পেলেও, অনলাইন সাবমিশন অফ ডাটা বিভাগটিতে আমরা ‘বি‌‌ প্লাস’ পেয়েছি। আশা করছি, এর পরেরবার যখন মূল্যায়ন হবে, তখন সার্বিকভাবেই আমরা ‘এ’ গ্রেড পাব”। প্রসঙ্গত উল্লেখ্য, ড. বসু উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন ২০২১ এর ৬ জুলাই। তার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন অধ্যাপক রঞ্জন চক্রবর্তী।

ন্যাকের গ্রেডেশন নির্ণায়ক পদ্ধতি :

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ন্যাকের মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী ‘এ’ (৩.০১-৩.২৫) গ্রেড পাওয়া না গেলে, ইউজিসি (UGC) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে দূরশিক্ষার কোর্স (Distance Education) চালানোর অনুমতি দেয় না। তাই, চলতি শিক্ষাবর্ষ থেকেই বন্ধ হয়ে যাওয়া বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘দূরশিক্ষা বিভাগ’ এর ভর্তি প্রক্রিয়া এই মুহূর্তে আর শুরু হচ্ছে না। তবে, বিগত শিক্ষাবর্ষে ভর্তি হয়ে যাঁরা ইতিমধ্যে ডিগ্রী করছেন, তাঁদের ডিগ্রী লাভ বা ক্লাস করার ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কোর্স স্বাভাবিক নিয়মেই চলবে। এমনকি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু এও আশ্বস্ত করেছেন, “যে সকল শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষা কর্মীরা এই দূরশিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, তাঁদের চাকুরিগত কোন সমস্যা হবে না আগামীদিনেও। তবে, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি ন্যাকের পরবর্তী মূল্যায়নে যাতে আমরা অন্তত ‘এ’ গ্রেড লাভ করি। সেই লড়াই আজ থেকেই শুরু হচ্ছে। আমরা সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে গেলেই, ন্যাকের কাছে পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করব”। উল্লেখ্য, গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর (২০২১) অবধি চলা ন্যাকের সাম্প্রতিকতম পরিদর্শনের নিরীখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ‘বি প্লাস প্লাস’ গ্রেড পেয়েছে। যা আগামী ২০২৬ সাল পর্যন্ত বৈধ (Valid) থাকবে। তবে, বিশ্ববিদ্যালয় চাইলে তার আগেও ‘ন্যাক’ এর পরিদর্শন বা মূল্যায়নের জন্য আবেদন করতে পারে! অন্যদিকে, বিভিন্ন মহল থেকে এও আশা প্রকাশ করা হয়েছে যে, দূরশিক্ষা চালানোর অনুমতি প্রদানের ক্ষেত্রে ইউজিসি (UGC- University Grants Commission) হয়তো আগামীদিনে এই গ্রেড ‘এ’ (৩.০১-৩.২৫) থেকে নামিয়ে ‘বি প্লাস প্লাস’ (২.৭৬-৩) বা ‘বি প্লাস’ (২.৫১-২.৭৫) করতেও পারে!

সাংবাদিক বৈঠকে উপাচার্য, রেজিস্ট্রার, দুই ডিন সহ অন্যান্যরা :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago