Election

Kharagpur Midnapore: বোমা, বন্দুক! খেলা হলো খড়্গপুরেই; বুদ্ধি করে খেললো ‘কাকা বাহিনী’ও, জেলায় ৭৫ শতাংশের বেশি ভোটদান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি:সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী (বিকেল ৫ টা), পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে একমাত্র ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরেই বোমা-বন্দুকের সামান্য ‘খেলা’ হয়েছে! তবে, পুলিশি তৎপরতায় সেই খেলা অনেকখানি বানচাল করা গেছে। খড়্গপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ভোট লুট করতে এসে চলল বোমা-বন্দুক। ভেঙে দেওয়া হয় ইভিএম মেশিন। ১৪ থেকে ১৫ জন দুষ্কৃতী মুখে গামছা, মাস্ক পরে ঢুকে পড়ে বুথের মধ্যে। প্রিসাইডিং অফিসারের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে চলল চড়-থাপ্পড়। খড়গপুরের ভারতী বিদ্যাপীঠ স্কুলে ছিল ৫ টি বুথ। এই প্রত্যেকটি বুথের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যেকটি বুথে ঢুকে বন্দুক উঁচিয়ে দেখানো হল চোখ রাঙ্গানি। আতঙ্কে চোখে জল এসে গেল স্থানীয় কয়েকজনের! অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোট লুট করতে এসে এই কাণ্ড ঘটিয়েছ। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রবীর ঘোষ। সূত্রের খবর অনুযায়ী, প্রথমে ছাপ্পা ভোট এবং পরে ভেঙ্গে দেওয়া হল‌‌ ইভিএম মেশিন। অভিযোগ সিপিআই প্রার্থী নিলু সিং এর। শাসকদলের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে রবিবার দুপুরে রণক্ষেত্র চেহারা নিল খড়গপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ড। দফায় দফায় সিপিআই এবং তৃণমূল দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, কথা-কাটাকাটি শুরু হয়। বিশাল পুলিশবাহিনী আসে। কিন্তু, পুলিশের সামনেই চলে ধাক্কাধাক্কি। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

খড়্গপুরে বোমা – বন্দুক :

অন্যদিকে, কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর তথা প্রার্থীকে মারধরের অভিযোগ। উত্তেজনাকে কেন্দ্র করে লাঠিচার্জ করল পুলিশ। রবিবার খড়্গপুরের ২২ নম্বর ওয়ার্ডের ট্রাফিক হাইস্কুলের বুথে ঘটনাটি ঘটেছে। এদিন, সকাল থেকেই ওই ওয়ার্ডের এই বুথে দু’পক্ষের জমায়েত ঘিরে উত্তেজনা ছিল। বেলা বাড়তেই দু’পক্ষের ভিড় বাড়তে থাকে। এর পরে বচসা থেকে দু’পক্ষের হাতাহাতি হয়। কংগ্রেসের দাবি, তৃণমূল এসে তাঁদের উপর হামলা করে। এমনকি কংগ্রেস প্রার্থী বিষ্ণু বাহাদুর কামিকেও মারধর করা হয় বলে তৃণমূল প্রার্থী (মান্টা) হায়দার আলির বিরুদ্ধে অভিযোগ। যদিও পাল্টা একই অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী। এর পরে র‍্যাফ, ইএফআর-সহ বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ করে দেয় দু’পক্ষের জমায়েতকে। এদিকে, খড়্গপুর তালবাগিচাতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, বেশকিছু তৃণমূল সমর্থক গায়ে ‘কাকা’ লেখা গেঞ্জি পরে ভোট কেন্দ্রের সামনে জটলা করে ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ আনেন তিনি। অভিযোগ পাওয়ার পর বিশাল পুলিশবাহিনী এসে তালবাগিচা হাই স্কুলের সামনে সবাইকে হটিয়ে দেয়। খড়্গপুর শহরের ওই এলাকা জানে, এই কাকা হলেন, ৩৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জহর পাল। নতুন এই স্টাইলে তাঁর বাহিনী কতখানি খেলতে পারলো, তা অবশ্য বোঝা যাবে ফলাফলের পরই!

কাকা বাহিনী :

এদিকে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি পুরসভায় গড়ে ভোট পড়েছে ৭৫ শতাংশ। চূড়ান্ত না হলেও, শেষ খবর পাওয়া অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট পড়েছে ৭৫.৫৫ শতাংশ। এর মধ্যে- মেদিনীপুর ৭৬.৫১; খড়গপুর- ৭০.০৪; ঘাটাল- ৮১; খড়ার- ৮২; রামজীবনপুর- ৮৮.৪৩; চন্দ্রকোনা- ৮৯.১১ এবং ক্ষীরপাই ৮৭.৮৫। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া, পশ্চিম মেদিনীপুরে মোটের উপর শান্তিপূর্ণ ভোটদান হয়েছে বলেই পুলিশ প্রশাসন সূত্রে খবর।

News Desk

Recent Posts

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

1 hour ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

12 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago