দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি:’উরস উৎসব’ উপলক্ষে বরাবরের মতো এবারও মেদিনীপুরের পুণ্য মাটিতে মিলিত হবে দুই বাংলা। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের জোড়া মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে ১২২তম উরস উৎসব।‌ সেই উপলক্ষেই বুধবার ভোর ৫ টা ৫ মিনিটে বাংলাদেশের ২১৬৫ জন পুণ্যার্থী নিয়ে স্পেশাল ট্রেন মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছল। স্বাগত জানানো হল মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। ২৪ বগির এই ট্রেনে ২১৬৫ জন পুণ্যার্থী ছিলেন। এর মধ্যে ১২৭৬ জন পুরুষ, ৮৩০ জন মহিলা এবং ৫৯ শিশু। “সাজ্জাদানশীন হুযুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আল কাদেরী আল বাগদাদী’র পরিচালনায় এবং আঞ্জুমান কাদেরিয়ার সভাপতি আলহাজ মাহবুবুল আলম দুলালের নেতৃত্বে” ট্রেনটি এবার একদিন আগেই পৌঁছলো বলে জানিয়েছেন আগত পুণ্যার্থীরা। ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাতে আবার ট্রেনটি ফিরে যাবে বাংলাদেশের উদ্দেশ্যে।

thebengalpost.net
মেদিনীপুরে পৌঁছল ট্রেন:

প্রসঙ্গত, মেদিনীপুর শহরের জোড়া মসজিদে মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ মুরশেদ আলী আলকাদেরী আলবাগদাদি, মওলা পাক এর ১২২তম বার্ষিক উৎসব পালিত হচ্ছে। সেই উৎসবে যোগ দিতেই বাংলাদেশের রাজবাড়ী থেকে ২৪ বগির স্পেশাল ট্রেনটি ২১৬৫ জন তীর্থযাত্রী নিয়ে মেদিনীপুরে পৌঁছেছে। এছাড়াও, সড়কপথে ও প্লেনে করে কিছুজন এসেছেন কয়েকদিন আগেই। সবমিলিয়ে প্রায় ২২০০ তীর্থযাত্রী বা পুণ্যার্থী এবার মেদিনীপুরের মাওলা পাক উরসে যোগদান করেছেন। এদিন, মেদিনীপুর স্টেশনে পুণ্যার্থীদের অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা এমকেডিএ চেয়ারম্যান দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ। তাঁরা জানান, বাংলাদেশ থেকে মেদিনীপুর স্পেশাল ট্রেনের বন্দোবস্ত ১৯০৩ সালে প্রথম হয়েছিল। সেই রীতি মেনে আজও বছরের এই বিশেষ দিনে দুই বাংলা মিলিত হয় মেদিনীপুরের পুণ্য মাটিতে।

thebengalpost.net
বরণ করে নেওয়া হল পুণ্যার্থীদের: