Ghatal

Dev: দেব দাক্ষিণ্যেই বাড়ি পেলেন ঘাটালের সেই পান্তি পিসি! গৃহ প্রবেশের দিন চোখে জল দেব-দাদা’র জন্যই

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: ভাঙাচোরা বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছিলেন পান্তি পিসি। শুধু পান্তি পিসি কেন, উই ঢিবির মতো ওই ঘরে হয়তো পান্তি পিসি’র সঙ্গে বাস করত সাপ-খোপ-পোকামাকড়’ও। রোদ-বৃষ্টি প্রবেশ করতো জানালা দিয়ে নয়, খোলা চাল দিয়ে! ২০২১-এর ভয়াবহ ইয়স (Yaas) ঝড়ের আগে পান্তি পিসি’র সেই বাড়ি নিয়ে শুধু তিনি নিজেই নন, মহা দুঃশ্চিন্তায় পড়েছিলেন আপামর ঘাটালবাসী! ঝড় আসার আগে, কোনো মতে একটি কালো ত্রিপল জোগাড় করে, পান্তি পিসি তাঁর ভাঙা চালায় বাঁধছিলেন। সেই ছবিই উঠে এসেছিল স্থানীয় সংবাদমাধ্যমের ক্যামেরায়। আর, তা ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব’কে টুইট করেছিলেন ঘাটালের দুর্গাপুর গ্রামের সজল গোস্বামী নামে এক ছাত্র। তারপরই, পান্তি পিসি’র বাড়ি তৈরির প্রতিশ্রুতি উড়ে আসে দৈব-বাণীতে! অবশেষে, ১ বছর ৩ মাসের মাথায় পাকা বাড়ি পেলেন দাসপুর ২ নম্বর ব্লকের সোনাখালি গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব পান্তি পিসি (এই নামেই এলাকায় পরিচিত) ওরফে শিখা চক্রবর্তী। সোমবার ছিল সেই বাড়ির গৃহপ্রবেশ। পান্তি পিসি’র আক্ষেপ একটাই, সকলেই এলেন, আসতে পারলেন না দেব-দাদা!

নতুন বাড়ির সামনে পান্তি পিসি:

সোমবার পান্তি পিসি’র বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। পান্তি পিসির বাড়ির সামনে সকাল থেকেই ছিল লোকে লোকারণ্য। অনেকেই ভেবেছিলেন তাঁদের প্রিয় ‘অভিনেতা’ সাংসদ দেব পান্তি পিসি’র বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে আসবেন। নতুন বাড়ির চারপাশে লাগানো হয়েছিল দেব ওরফে দীপক অধিকারী’র ছবি। পিসিও বললেন, “দেব দাদা এতো টাকা দিয়ে আমার মাথা গোঁজার ঠাঁই করে দিল। একবার আমার বাড়িতে এলে খুব ভালো লাগতো।” সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না অবশ্য জানিয়েছেন, দেব দা কোন একদিন পান্তি পিসির বাড়ি ঘুরে যাবেন। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সাথে পান্তি পিসি’র বাড়ির বিষয়ে যোগাযোগ করেছিলেন দেব। জেলা প্রশাসনের তরফে ১ লক্ষ ৩০ হাজার টাকা অনুমোদন করা হয়েছিল। বাকি প্রায় ৫ লক্ষ টাকা স্বয়ং দেব বাড়ি তৈরির জন্য দিয়েছিলেন। সাংসদ তহবিল থেকে নয়, ব্যক্তিগত ভাবেই দেব সেই অর্থ দিয়েছিলেন বলে জানা যায়। এদিন, বাড়ি দ্বার উন্মোচন করেন মহকুমাশাসক সুমন বিশ্বাস, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না প্রমুখ। তবুও পান্তি পিসি’র মন খারাপ! যাঁর জন্যই সব কিছু, সেই দেব-দাদা’ই এলেন না!

সেই ভাঙা বাড়ি:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

7 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago