thebengalpost.net
IIT Kharagpur:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৭ জানুয়ারি: বর্তমান যুগে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যুগোপযোগী এবং ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন কোর্সের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রে বিজ়নেস অ্যানালিটিক্স (Business Analytics) একটি গুরুত্বপূর্ণ বিষয় বা কোর্স। নানাবিধ তথ্য বিশ্লেষণের মাধ্যমে কী ভাবে ব্যবসায়িক সংস্থার উন্নতি ঘটানো যায়, তা এর সাহায্যে সহজেই জানা সম্ভব হয়। যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক এই কোর্সটিই এবার রাজ্যের নামী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে করানো হবে। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur); ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা (ISI Kolkata) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা (IIM Kolkata) একযোগে এই কোর্সটি চালনা করবে। কোর্সটির জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

thebengalpost.net
IIT Kharagpur:

কোর্সটির নাম দেওয়া হয়েছে- ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজ়নেস অ্যানালিটিক্স’ (PGDBA)। ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। পিজি ডিপ্লোমা কোর্সটির মেয়াদ দু’বছর। পাঠক্রমের বিভিন্ন বিষয় পড়াবেন তিনটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকরা। কোর্সে থিয়োরি ক্লাস ছাড়াও পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও, শিল্পক্ষেত্রের পেশাদারদের সঙ্গে আলাপচারিতার সুযোগ এবং কোর্স শেষে চাকরির জন্য প্লেসমেন্টের সুযোগও মিলবে পড়ুয়াদের। এজন্য আইআইটি খড়্গপুরের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে (http://www.pgdba.iitkgp.ac.in/)। কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। কোর্সটিতে ভর্তির জন্য একটি কম্পিউটার নির্ভর তিন ঘণ্টার পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ, দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে।