thebengalpost.in
খড়্গপুর আইআইটি (IIT KHARAGPUR) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: বিদ্যাসাগরের আলোয় আলোকিত সমগ্র বঙ্গভূমি তথা ভারতভূমি! মেদিনীপুরের ‘সিংহ শিশু’ সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এক নতুন স্কলারশিপ বা বৃত্তি চালু করতে চলেছে। দেশের দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামাঙ্কিত বৃত্তি চালু করতে চলেছে দেশের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের দাবি, দেশের মধ্যে এরকম স্কলারশিপ চালুর সিদ্ধান্ত এই প্রথম। “পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফুল স্কলারশিপ” নামে এই বৃত্তি চলতি শিক্ষাবর্ষ থেকে চালু করা হবে বলে জানানো হয়েছে আইআইটি কর্তৃপক্ষের তরফে। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় সফল দেশের প্রথম একশো জন পড়ুয়ার মধ্যে যারা খড়্গপুর আইআইটিতে ভর্তি হবেন তাঁরাই পাবেন এই বৃত্তি। তবে, পড়ুয়ার পারিবারিক আয় হতে হবে বার্ষিক ২০ লক্ষ টাকার নীচে।

thebengalpost.in
খড়্গপুর আইআইটি (IIT KHARAGPUR) :

উল্লেখ্য যে, গত ১৮ অগস্ট ছিল খড়্গপুর আইআইটি’র প্রতিষ্ঠা দিবস। অপরদিকে,‌ আগামী ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত দুই (২০২ তম) জন্মজয়ন্তী। তার আগেই, খোদ আইআইটি খড়্গপুরের অধিকর্তা (Director of IIT Kharagpur) এমন ঘোষণা করেছেন বলে জানা গেছে। খড়্গপুর আইআইটির অধিকর্তা বীরেন্দ্রকুমার তিওয়ারি (Virendra Kumar Tewari) বলেন, “এই বৃত্তি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে চালু করছি। কারণ তাঁর পাণ্ডিত্য এত দৃঢ় ছিল যে বাড়িতে গ্যাসের বাতি জ্বালানোর সামর্থ না থাকায়, তিনি পথবাতির নীচে পড়াশোনা করতেন। আমরা আইআইটি কর্তৃপক্ষ বিশ্বাস করি যে, দেশের একজনও মেধাবী ছাত্রের আর্থিক সীমাবদ্ধতার কারণে তার শিক্ষা সীমিত হওয়া উচিত নয়। উচ্চশিক্ষার জন্য মেধাবী হয়েও, আর্থিক প্রতিবদ্ধকতা রয়েছে এমন পড়ুয়ার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এতে আমরা আনন্দিত হব।” আইআইটি’র তরফে জানা গেছে, ‘পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফুল স্কলারশিপে’র অধীনে প্রতিটি পড়ুয়া পড়াশোনার সম্পূর্ণ খরচ পাবেন। এমনকি, পড়ুয়ার থাকা, খাওয়া ও যাতায়াতের সমস্ত খরচও বহন করবে খড়্গপুর আইআইটি। উল্লেখ্য যে, গত কয়েক বছর ধরে দেশে-বিদেশে থাকা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের থেকে আসা অর্থের একটি তহবিল গড়ে এমন নানা সামাজিক কাজ করছে আইআইটি। এই স্কলারশিপও সেই তহবিল থেকে চালনা করার ভাবনা রয়েছে। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড অনুষ্ঠিত হওয়ার পরে ভর্তি প্রক্রিয়া শুরু হলেই মিলবে এই স্কলারশিপ। আইআইটির রেজিস্ট্রার তমাল নাথ বলেন, “চলতি শিক্ষাবর্ষ থেকে এই স্কলারশিপ মেধাবী পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে চালু হচ্ছে। প্রতিবছর একই নিয়মে এই স্কলারশিপ দেওয়া হবে।”