IIT KHARAGPUR

IIT Kharagpur: IIT বারাণসীর সাথেই এবার IIT খড়্গপুরের ডিরেক্টরের ‘অতিরিক্ত’ দায়িত্বও সামলাবেন অধ্যাপক অমিত পাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩১ ডিসেম্বর: ডিরেক্টর বা অধিকর্তা (Director) হিসেবে আজই (৩১ ডিসেম্বর) মেয়াদ (পাঁচ বছরের) পূর্ণ হয়েছে অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারির। নতুন বছরের (২০২৫) প্রথম দিন থেকে ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাবেন অধ্যাপক অমিত পাত্র। আইআইটি বারাণসীর (IIT BHU)-র ডিরেক্টর (Director) হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সাথে সাথেই, ‘অতিরিক্ত’ (Additional Charge) দায়িত্ব হিসেবে আপাতত আইআইটি খড়্গপুরের অধিকর্তা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। পরবর্তী নির্দেশিকা বা স্থায়ী অধিকর্তা নিয়োগের আগে অবধি অধ্যাপক পাত্র এই দায়িত্ব সামলাবেন বলে মঙ্গলবার জানানো হয়েছে। এদিন বিকেল নাগাদ আইআইটি খড়্গপুরের বোর্ড রুমে ডেপুটি ডিরেক্টর অধ্যাপিকা রিন্টু বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার অমিত জৈন সহ অন্যান্যদের উপস্থিতিতে ‘দায়িত্ব’ হস্তান্তরের কাজও সম্পন্ন হয়েছে।

দায়িত্ব হস্তান্তর:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, অধ্যাপক অমিত পাত্র আইআইটি খড়্গপুরেরই একজন ‘প্রাক্তনী’ (Alumnus)। ১৯৮৪ সালে তিনি আইআইটি খড়্গপুর থেকে বি.টেক সম্পূর্ণ করেন। এম.টেক (১৯৮৬) এবং PhD (১৯৯০)-ও করেন আইআইটি খড়্গপুর থেকেই। ১৯৮৭ সালেই তিনি আইআইটি খড়্গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। বর্তমানে তাঁর উল্লেখযোগ্য গবেষণার মধ্যে রয়েছে পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিট, মিক্সড-সিগন্যাল ভিএলএসআই ডিজাইন, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল এবং বায়োমেডিকাল সিস্টেমে ডায়াগনস্টিকস এবং প্রগনোস্টিকস। আইআইটি খড়্গপুরের অ্যাডভান্সড ভিএলএসআই ডিজাইন ল্যাবরেটরির প্রফেসর-ইন-চার্জ হিসেবে তিনি ল্যাবরেটরির চিপ ডিজাইনের ক্রিয়াকলাপ সম্প্রসারণ এবং উন্নত গবেষণা চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর মেয়াদকালে ল্যাবরেটরিটি ন্যাশনাল সেমিকন্ডাক্টর, ইন্টেল, সিনোপসিস ইত্যাদির মতো বড় বহুজাতিক কর্পোরেশনের কাছ থেকে বিপুল পরিমাণে আর্থিক বরাদ্দ পেয়েছে আইআইটি খড়্গপুর। তিনি প্রায় এক ডজন পেটেন্ট দাখিল করেছেন এবং তাঁর নামে একটি মঞ্জুরিকৃত পেটেন্ট রয়েছে এবং ৪৫-টিরও বেশি স্পনসর প্রকল্প পরিচালনা করেছেন VLSI এবং পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিট ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে। তিনি ন্যাশনাল সেমিকন্ডাক্টর কর্পোরেশন, ইনফাইনন টেকনোলজিস, ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর, ম্যাক্সিম কর্পোরেশন, এনএক্সপি সেমিকন্ডাক্টর এবং পাওয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একাধিক স্টার্ট-আপ কোম্পানির সাথে কাজ করেছেন। ISRO, DRDO, ADE, ADA, General Motors এবং Tata Motors-এর সাথেও কাজ করেছেন তিনি। ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বারাণসী আইআইটি (IIT BHU)-র ডিরেক্টর পদে রয়েছেন তিনি। এবার, অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইআইটি খড়্গপুরের অধিকর্তার দায়িত্বও পালন করবেন তিনি।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

1 day ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

5 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago