দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ ফেব্রুয়ারি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কম্পিউট (Compute) এবং রেডিও (Radio) প্রযুক্তির ক্ষেত্রে এবার যৌথভাবে গবেষণা চালাবে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এবং এরিকসন রিসার্চ (Ericsson Research)। শুক্রবার আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) উভয়ের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত (Collaboration) হয়। উল্লেখ্য যে, 6G নেটওয়ার্কের উন্নয়নের স্বার্থে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউট রিসার্চ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R & D) বিভাগের ডিন অধ্যাপক রিন্টু ব্যানার্জি (Prof. Rintu Banerjee)। আর, এই প্রযুক্তির উন্নয়নে এরিকসন রিসার্চের সঙ্গে যৌথ গবেষণায় এবার হাত মিলিয়ছে দেশের ‘প্রাচীনতম’ প্রযুক্তিবিদ্যার পীঠস্থান আইআইটি খড়্গপুর। এর আগে, GS Sanyal School of Telecommunications (GSSST)- এ রেডিও এবং নেটওয়ার্ক গবেষণার উপর একটি আলোচনা সভার (সিম্পোজিয়ামের) আয়োজন করা হয়েছিল, যেখানে এরিকসন রিসার্চ এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা নেটওয়ার্ক এবং কমিউনিকেশন (বা যোগাযোগ মাধ্যম)-র প্রযুক্তিগত উন্নয়ন এবং অগ্রগতি নিয়ে আলোচনা করেছিলেন বলে জানানো হয়েছে।

thebengalpost.net
যৌথ গবেষণা সংক্রান্ত চুক্তি সম্পাদিত:

আইআইটি খড়্গপুরের অধিকর্তা (Director) অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি (Prof. Viredra Kumar Tewari) বলেন, “দেশের প্রযুক্তিগত উন্নয়ন তথা ডিজিটাল ইন্ডিয়ার প্রতি আইআইটি খড়্গপুর প্রতিশ্রুতিবদ্ধ। সারা বিশ্বের নেটওয়ার্কিং সিস্টেমের উন্নতি নিয়ে গবেষণা করে চলেছে এরিকসন রিসার্চ। সেই এরিকসনের সাথে এই সংক্রান্ত চুক্তি পরবর্তী প্রজন্মকে প্রযুক্তির ক্ষেত্রে আরও সমৃদ্ধ করবে বলেই আমরা আশাবাদী। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংহত 6G নেটওয়ার্কগুলি এআই (AI) চালিত অ্যাপ্লিকেশনগুলিকে আরও দ্রুত ও দক্ষতার সাথে চালিত করবে। 6G-র যুগে, IIT খড়্গপুরের লক্ষ্য রেডিও অ্যাক্সেস প্রযুক্তি এবং নেটওয়ার্ক, কোর নেটওয়ার্ক, RF এবং ডিভাইস প্রযুক্তি, VLSI ডিজাইন, নিউরোমর্ফিক সিগন্যাল প্রসেসিং, পরিষেবা এবং অ্যাপ্লিকেশনগুলিতে অবদান রাখা। আমরা আমাদের B.Tech ও M.Tech-র পড়ুয়াদের এই ডোমেইন-র মাধ্যমে যথাক্রমে শিল্প অভিজ্ঞতা (Industry Experience) এবং শিল্প প্রকল্প (Industry Projects) প্রদান করতে চাই।”