thebengalpost.net
আইআইটি খড়্গপুর (প্রতীকী ও নিজস্ব চিত্র):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) কেন্দ্রীয় একটি গবেষণামূলক প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি, প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.kgpiit.ac.in) সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। আবেদন জানানোর শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পটির কাজ হবে। প্রকল্পের নাম— ‘প্রোটোকল ডেভেলপমেন্ট ফর এস্টিমেশন অফ মিলিং আউট টার্ন রেশিয়ো ইন মডার্ন অ্যান্ড মডার্নাইজ়ড রাইস মিলস অ্যাক্রস ভ্যারিং অ্যাগ্রো-ক্লাইমেটিক জ়োনস অফ ইন্ডিয়া (এমএমএ)’। প্রকল্পটির স্পনসর করবে কেন্দ্রীয় সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই।

thebengalpost.net
আইআইটি খড়্গপুর (প্রতীকী ও নিজস্ব চিত্র):

এই প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট- টেক সাপোর্ট পদে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের প্রতি মাসে সর্বাধিক ২১,৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান নিয়ে দ্বাদশ বা দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর এগ্রিকালচার/ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ল্যাব অ্যানালিসিস এবং ইকুইপমেন্ট হ্যান্ডলিংয়ের পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.kgpiit.ac.in) গিয়ে সমস্ত নথি সহ এই পদে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য মহিলা প্রার্থী বাদে বাকিদের ১০০ টাকা জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।