দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৬ জানুয়ারি: সংক্রমণ উর্ধ্বমুখী। ঝাড়গ্রামের মতো জঙ্গল অধ্যুষিত এলাকাতেও গত চব্বিশ ঘণ্টায় ৬৬ জন সংক্রমিত হয়েছে বলে জানা গেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিনে। বুধবার এই সংখ্যাটা ছিল মাত্র ২৪। এরপরই, কড়া বিধিনিষেধের পথে হাঁটল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। জেলাশাসক জয়সী দাশগুপ্ত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, বুধবার অর্থাৎ ৫ জানুয়ারি যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে কোভিড সংক্রমণ কঠোরভাবে রুখে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৮ জানুয়ারি) থেকে আগামী শুক্রবার (১৪ জানুয়ারি) অবধি ঝাড়গ্রাম জেলায় একদিন ছাড়া খোলা থাকবে সরকারি ও বেসরকারি অফিস। শনিবার, সোমবার, বুধবার ও শুক্রবার বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি কাজের জন্য ন্যূনতম লোকজন থাকতে পারে। অন্যদিকে, আগামী সোমবার অর্থাৎ ১০ জানুয়ারি ঝাড়গ্রাম পৌরসভা এলাকাতে সবকিছু বন্ধ থাকবে! ওইদিন ঝাড়গ্রাম শহর কার্যত লকডাউন পালন করবে বলেই বিজ্ঞপ্তি থেকে প্রকাশিত।

thebengalpost.net
ঝাড়গ্রামের বিজ্ঞপ্তি :

উল্লেখ্য যে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। দুটি তথ্যই আগের দিনের থেকে করোনার ভয়াবহতার প্রমাণ দিচ্ছে! এদিকে, বিপজ্জনক হারে সংক্রমণ বাড়ছে ঝাড়গ্রাম শহরেও। তাই, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য যে, আগামী সোমবার (১০ জানুয়ারি) ঝাড়গ্রাম শহরের দোকানপাট, অফিস-আদালত এবং পরিবহন সবকিছুই বন্ধ থাকবে সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা অবধি। তারপর রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী নাইট কারফিউ। স্বভাবতই, ওইদিন ঝাড়গ্রাম পৌরসভায় কার্যত লকডাউন বলেই মনে করা হচ্ছে। শুধুমাত্র, স্বাস্থ্য পরিষেবা খোলা থাকবে। অন্যদিকে, শনিবার (৮ জানুয়ারি), বুধবার (১২ জানুয়ারি) ও শুক্রবার (১৪ জানুয়ারি) শুধুমাত্র সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।‌ তবে, ওই দিনগুলোতে কোর্ট, পোস্ট অফিস, ব্যাঙ্ক, পরিবহন ও জরুরি পণ্য পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকছে। তবে, সোমবার সবকিছুই বন্ধ থাকবে, শুধুমাত্র স্বাস্থ্যের মতো নিতান্ত প্রয়োজনীয় পরিষেবা ছাড়া!