দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল গ্যাস ট্যাঙ্কার ধাক্কা মারে জাতীয় সড়কের ঠিক পাশেই থাকা দোকানে। সেই সময় দোকানে বসে ছিলেন স্থানীয় হাই স্কুলের দুই পড়ুয়া সহ বেশ কয়েকজন। ট্যাঙ্কারের ধাক্কায় দুই পড়ুয়া সহ ৫ জন জখম হন। মঙ্গলবার দুপুরের এই ঘটনা ঘিরে কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের খেমাশুলি এলাকা। জাতীয় সড়ক অবরোধ থেকে পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে উত্তাল হয় এলাকা। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিকেল নাগাদ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ১৪ চাকার এক বিশাল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ৬নং জাতীয় সড়কের ঠিক পাশেই একটি অস্থায়ী দোকানে সজোরে ধাক্কা মারে। দোকানে থাকা দুই পড়ুয়া সহ ৫ জন আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায়, মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এদিকে, ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই স্কুলের পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে খড়্গপুর গ্রামীণ থানার বিশাল পুলিশ পৌঁছনোর পর তাদের ঘিরেও বিক্ষোভ চলে প্রায় ২-৩ ঘন্টা ধরে। পরে বিকেল ৩টা নাগাদ পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।