দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: সোমবার-ই শিরে সংক্রান্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। প্রাথমিকের ২০১৪ টেট (Primary Tet- 2014) তথা ২০১৭ এর নিয়োগে “৬ টি প্রশ্ন ভুল” মামলায় আদালত অবমাননার কারণে, মানিক-বদন দেখতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! সোমবার (১৩ সেপ্টেম্বর) অর্থাৎ আজ সকাল ১১ টায় সশরীরে মানিক ভট্টাচার্য-কে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তৎকালীন প্রশিক্ষিত পিটিশনারদের মধ্যে যারা (১৭৫ জন) ৬ নম্বর বা তার চেয়ে কম নম্বরের জন্য পাস করতে পারেননি, তাঁদের নিয়োগ করার আদেশ দিয়েছিলেন। নানা অজুহাতে সেই আদেশ মানেননি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য! তার ভিত্তিতেই তাঁকে সোমবার সাত সকালেই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে, এই একই ধরনের একটি মামলায় (পায়েল বাগ মামলা), ১৯ জন পিটিশনারদের দাবি মেনে নিয়ে গত ৩ সেপ্টেম্বর (২০২১), বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন মানিক ভট্টাচার্য-কে। গত ৩ তারিখের সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন মানিক ভট্টাচার্য তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলারও শুনানি হওয়ার কথা আছে। সবমিলিয়ে, আজ সকাল থেকেই কলকাতা হাইকোর্টের দিকে নজর থাকবে চাকরিপ্রার্থী হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েদের।