Midnapore

Midnapore: মেদিনীপুরে বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার! খড়্গপুরে ট্রেনের সামনে ঝাঁপাল বনধ সমর্থনকারীরা, বাস ভাঙচুর জেলা শহরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: বিজেপি-র ডাকা ১২ ঘন্টার বনধ ঘিরে সারা রাজ্যের সাথে সাথেই পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর, ‘রেল শহর’ খড়গপুরেও বুধবার সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি, ধস্তাধস্তি, পুলিশের অতি-সক্রিয়তা লক্ষ্য করা গেল। তবে, মোটের উপর জনজীবন সচলই আছে আজ সকাল থেকে। যদিও, রাস্তায় গাড়িঘোড়া বেশ কম। স্বাভাবিকভাবেই শহরের রাস্তাঘাটে লোকজনও অন্যান্য দিনের তুলনায় কম। এদিন সাত সকালেই শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে বিজেপি কর্মী-সমর্থকরা। বিশাল পুলিশবাহিনী অবশ্য সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেয়। রাস্তা পরিষ্কার করে। এরপর, নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সকাল এগারোটা নাগাদ সিপাইবাজারের জেলা কার্যালয় থেকে বিজেপির একটি মিছিল বেরোনোর সাথে সাথেই মিছিল আটকে দেয় কোতোয়ালি থানার পুলিশ। এরপরই, মিছিলের পুরোভাগে থাকা মহিলা কর্মী সহ বিজেপির সকল কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেধে যায়। এক প্রকার টেনে হিঁচড়ে মহিলা কর্মী সহ অসংখ্য কর্মী-সমর্থকদের গাড়িতে তোলে পুলিশ। আটক করা হয় বিজেপির শহর মন্ডল সভাপতি দেবাশীষ দাস সহ নেতৃত্বদেরও। পুলিশের ভ্যান থেকেই ক্ষোভ উগরে দিয়ে তাঁদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ এবং অন্যায় ভাবে তাঁদের আটক করা হয়েছে।

সিপাইবাজারে অশান্তি:

বুধবার (২৮ আগস্ট) দুপুরে মেদিনীপুর শহরের উপকন্ঠে গোলাপীচক এলাকায় যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বনধ সমর্থনকারীদের বিরূদ্ধে। ঘটনার পরই ভয়ে বাস থেকে নেমে যান যাত্রীরা। ইঁটের আঘাতে আহত হন বাসের চালক। চালক সহ বাসকর্মী ও বাসযাত্রীদের অভিযোগ, ১০-১২ জন বাইকে করে এসে রাস্তায় বাস থামিয়ে ইঁট, পাথর ও রড দিয়ে বাসে ভাংচুর চালায়। এরপরই বাইক নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পরই জেলা পুলিশের DSP এবং কোতোয়ালী থানার IC’র নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

গোলাপীচকে বাস ভাঙচুর:

এদিন দুপুর নাগাদ, খড়গপুর স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকরা। রেললাইনে বসে পড়া থেকে শুরু করে ট্রেনের ইঞ্জিনের সামনে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে বনধ সমর্থনকারীরা। ছুটে আসে RPF ও GRP। এরপরই, বিক্ষোভকারীদের রেললাইন থেকে সরানোর কাজ শুরু করে রেলপুলিশ। বিক্ষোভকারীদের কার্যত চ্যাংদোলা করে সরাতে হয় RPF ও GRP-কে। তাঁদের সঙ্গে তুমুল বচসা, ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের। ১৬ জনকে আটক করে খড়্গপুর জিআরপি। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় খড়গপুর স্টেশন চত্বর জুড়ে।

খড়গপুর স্টেশনে অশান্তি:

News Desk

Recent Posts

Recruitment Scam: ‘একযাত্রায় পৃথক ফল! আমাদের কি পরিবার নেই?’, প্রাথমিকের রায়ের পরই গর্জে উঠলেন SSC-র ‘যোগ্য’ শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ৩ এপ্রিলের পর ৩ ডিসেম্বর। এ রাজ্যের…

10 hours ago

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

6 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

7 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 week ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago