Midnapore

Midnapore: মেদিনীপুরে বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার! খড়্গপুরে ট্রেনের সামনে ঝাঁপাল বনধ সমর্থনকারীরা, বাস ভাঙচুর জেলা শহরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: বিজেপি-র ডাকা ১২ ঘন্টার বনধ ঘিরে সারা রাজ্যের সাথে সাথেই পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর, ‘রেল শহর’ খড়গপুরেও বুধবার সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি, ধস্তাধস্তি, পুলিশের অতি-সক্রিয়তা লক্ষ্য করা গেল। তবে, মোটের উপর জনজীবন সচলই আছে আজ সকাল থেকে। যদিও, রাস্তায় গাড়িঘোড়া বেশ কম। স্বাভাবিকভাবেই শহরের রাস্তাঘাটে লোকজনও অন্যান্য দিনের তুলনায় কম। এদিন সাত সকালেই শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে বিজেপি কর্মী-সমর্থকরা। বিশাল পুলিশবাহিনী অবশ্য সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেয়। রাস্তা পরিষ্কার করে। এরপর, নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সকাল এগারোটা নাগাদ সিপাইবাজারের জেলা কার্যালয় থেকে বিজেপির একটি মিছিল বেরোনোর সাথে সাথেই মিছিল আটকে দেয় কোতোয়ালি থানার পুলিশ। এরপরই, মিছিলের পুরোভাগে থাকা মহিলা কর্মী সহ বিজেপির সকল কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেধে যায়। এক প্রকার টেনে হিঁচড়ে মহিলা কর্মী সহ অসংখ্য কর্মী-সমর্থকদের গাড়িতে তোলে পুলিশ। আটক করা হয় বিজেপির শহর মন্ডল সভাপতি দেবাশীষ দাস সহ নেতৃত্বদেরও। পুলিশের ভ্যান থেকেই ক্ষোভ উগরে দিয়ে তাঁদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ এবং অন্যায় ভাবে তাঁদের আটক করা হয়েছে।

সিপাইবাজারে অশান্তি:

বুধবার (২৮ আগস্ট) দুপুরে মেদিনীপুর শহরের উপকন্ঠে গোলাপীচক এলাকায় যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বনধ সমর্থনকারীদের বিরূদ্ধে। ঘটনার পরই ভয়ে বাস থেকে নেমে যান যাত্রীরা। ইঁটের আঘাতে আহত হন বাসের চালক। চালক সহ বাসকর্মী ও বাসযাত্রীদের অভিযোগ, ১০-১২ জন বাইকে করে এসে রাস্তায় বাস থামিয়ে ইঁট, পাথর ও রড দিয়ে বাসে ভাংচুর চালায়। এরপরই বাইক নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পরই জেলা পুলিশের DSP এবং কোতোয়ালী থানার IC’র নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

গোলাপীচকে বাস ভাঙচুর:

এদিন দুপুর নাগাদ, খড়গপুর স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকরা। রেললাইনে বসে পড়া থেকে শুরু করে ট্রেনের ইঞ্জিনের সামনে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে বনধ সমর্থনকারীরা। ছুটে আসে RPF ও GRP। এরপরই, বিক্ষোভকারীদের রেললাইন থেকে সরানোর কাজ শুরু করে রেলপুলিশ। বিক্ষোভকারীদের কার্যত চ্যাংদোলা করে সরাতে হয় RPF ও GRP-কে। তাঁদের সঙ্গে তুমুল বচসা, ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের। ১৬ জনকে আটক করে খড়্গপুর জিআরপি। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় খড়গপুর স্টেশন চত্বর জুড়ে।

খড়গপুর স্টেশনে অশান্তি:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago