দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মে: তাপপ্রবাহের সাথে সাথেই কালবৈশাখীর পূর্বাভাসও ছিলো। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা-৫টা নাগাদ মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে ঘনিয়ে আসে কালো মেঘ। শুরু হয় তীব্র বজ্রপাত! সঙ্গে ব্যাপক ঝড় ও বৃষ্টি। ঝড়ের দাপটে মেদিনীপুর শহরের কলেজ রোডে ভেঙে পড়ে একাধিক গাছ, বার্জটাউন সংলগ্ন এলাকায় বড় রাস্তার উপর ভেঙে পড়ে তোরণ। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেন গেটের সামনে রাস্তার উপরও ভেঙে পড়ে একটি বড় গাছ। দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকায় সমস্যায় পড়েন পথচারীরা।

thebengalpost.net
রাস্তার উপর ভেঙে পড়ল গাছ:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

ঝড়ের দাপটে মেদিনীপুর কলেজ রোডের সৌন্দর্যস্থলে থাকা মাতঙ্গিনী হাজরা’র মূর্তিও ভেঙে পড়ে যায় মাটিতে। পরে যদিও অক্ষত অবস্থাতেই মূর্তিটি তোলা হয়। তবে ওই সৌন্দর্যস্থলে ভালোই ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার সিআইসি সৌরভ বসু। তাঁর উপস্থিতিতে এবং পুলিশ-প্রশাসনের কর্মীদের উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

thebengalpost.net
রাস্তা পরিষ্কারে ব্যস্ত পুলিশ: