দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর তথা জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের। সোমবার (১০ নভেম্বর) ভোররাতে (রাত্রি ২টো নাগাদ) ঘুমের মধ্যেই তাঁর হৃদযন্ত্র বিকল হয় বলে জানা গেছে। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৪২ বছর বয়সী এই প্রতিভাবান নৃত্যশিল্পী ও প্রশিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুরবাসী!


মেদিনীপুর শহরের বাসিন্দা রাজীব খান ‘ভারতনাট্যম’ ঘরানার নৃত্যশিল্পী হলেও আধুনিক সহ যেকোন নৃত্যেই অত্যন্ত পটু ছিলেন। তাঁর স্ত্রী সহেলী বেরা খানও একজন সুপ্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। তাঁদের জনপ্রিয় নৃত্য প্রতিষ্ঠান ছিল ‘তালম’। এছাড়াও, রাজীব মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন নামে স্বনামধন্য ইংরেজি মিডিয়াম স্কুলের নৃত্য বিভাগের শিক্ষক ছিলেন। রাজীব ও সহেলীর একমাত্র সন্তান বিদ্যাসাগর শিশু নিকেতনেরই তৃতীয় শ্রেণীর ছাত্র। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত হওয়ার পরই স্কুল ছুটি ঘোষণা করা হয়। গভীর শোকপ্রকাশ করা হয়েছে স্কুল কর্তৃপক্ষ সহ শহরের শিল্পী ও সচেতন নাগরিকদের তরফে। পরিজন সূত্রে জানা গেছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান শোকপ্রকাশ করে বলেন, ‘আমরা মর্মাহত! রাজীব শহর তথা জেলার একজন স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্যের প্রশিক্ষক ছিলেন। এই বয়সে তাঁর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর কোন ভাষা নেই!’










