Midnapore

Midnapore College: কাজে যোগ দিলেন মেদিনীপুর কলেজের শিক্ষাকর্মীরা; পড়ুয়া ও প্রাক্তন অধ্যক্ষদের হস্তক্ষেপে উঠল অবস্থান-কর্মবিরতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: অবশেষে উঠল কর্মবিরতি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকেই কাজে যোগ দিলেন ঐতিহাসিক মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-র স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীরা। প্রসঙ্গত, নবগঠিত কর্মচারী পরিষদের (নন টিচিং স্টাফ কাউন্সিল) স্বীকৃতি, সরকারি নিয়ম মেনে পুজো বোনাস ও অগ্রিম বেতনের দাবিতে এবং বৈষম্যের প্রতিবাদে তথা স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীদের আলোচনার টেবিলে ডেকে এনে অপমান ও লাঞ্ছনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে অবস্থান-বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছিলেন কমেদিনীপুর কলেজের (Midnapore College) স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীরা। একইসঙ্গে, কলেজের স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীদের তরফে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপিও তুলে দেওয়া হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে। তবে, শনিবার দুপুর অবধি কলেজ কর্তৃপক্ষের তরফে এই সমস্ত দাবি মানা হয়নি। ফলে, আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষাকর্মীরাও। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছিল বিভিন্ন বিভাগের প্রধান সহ অধ্যাপক-অধ্যাপিকাদের!

অবশেষে উঠল কর্মবিরতি:

এরপরই, সমস্যার সমাধানে দলমত নির্বিশেষে এগিয়ে আসে স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান তথা দীনেশ, প্রদ্যোৎ, ব্রজকিশোর, নির্মলজীবন, মৃগেন্দ্রনাথ-দের স্মৃতিধন্য ঐতিহাসিক মেদিনীপুর কলেজের ছাত্র-ছাত্রীরা। শুধু তাই নয়, ঐতিহ্যমণ্ডিত কলেজে এই প্রথম টানা ৩ দিন ধরে শিক্ষাকর্মীদের কর্মবিরতি চলায়; মধ্যস্থতা করতে ছুটে আসেন কলেজের দুই প্রাক্তন অধ্যক্ষ যথাক্রমে ড: প্রবীর কুমার চক্রবর্তী এবং ড: গোপাল চন্দ্র বেরা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁরা শিক্ষাকর্মীদের ন্যায্য দাবিগুলি মেনে নেওয়ার আবেদন জানান। তবে, তারপরেও কর্তৃপক্ষের তরফে গড়িমসি করা হচ্ছিল বলে অভিযোগ! এরপরই, আসরে নামে ছাত্র-ছাত্রীরা।

বিজ্ঞাপন (Advertisement):

বাম ছাত্র সংগঠন SFI এবং শাসকদলের ছাত্র সংগঠন TMCP-র তরফে পৃথক পৃথকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সত্যরঞ্জন ঘোষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সরকারি নিয়ম মেনে শিক্ষাকর্মীদের বোনাস (৬ হাজার টাকা) দেওয়া না হলে, তারাও শিক্ষাকর্মীদের সঙ্গে অবস্থানে বসবে বলে হুঁশিয়ারি দেয় দলমত নির্বিশেষে ছাত্রছাত্রীরা। বেগতিক দেখে একপ্রকার বাধ্য হয়েই সরকারি নির্দেশনামা মেনে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ! এরপরই, কলেজের ‘গরিমা’-র কথা ভেবে টানা তিন ধরে চলা কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন শিক্ষাকর্মীরা। সেই সঙ্গে তাঁদের অন্যান্য দাবিগুলি কর্তৃপক্ষের সঙ্গে ধাপে ধাপে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন কলেজের স্থায়ী ও অস্থায়ী, সকল শিক্ষাকর্মীরাই।

টানা ৩ দিন ধরে চলা কর্মবিরতি উঠল অবশেষে:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago