দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে দুই মেদিনীপুরে। এর ফলে, প্রবল ভোগান্তিতে পড়লেন পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে আসা নিত্যযাত্রীরা। বিশেষ করে আজ অফিস টাইমে যে সকল নিত্যযাত্রীরা বাস থেকে নামলেন, তাঁদের রীতিমতো ভিজতে হল! কারণ সকাল ১০ টা থেকে ১১ টা অবধি প্রবল বর্ষণ হয়েছে মেদিনীপুরে। এদিকে, গুরুত্বপূর্ণ এল আই সি (LIC মোড়) মোড়ের একদিকে একটি যাত্রী প্রতীক্ষালয় থাকলেও, বাস থেকে নামতে হয় যে যায়গায়, সেই পীর বাবার মোড়ে কোনও যাত্রী প্রতীক্ষালয় নেই! ফলে, মেদিনীপুর শহরে প্রবেশ করা বাস থেকে নেমেই ভিজতে হচ্ছে যাত্রীদের।

thebengalpost.in
এল আই সি পীরবাবার মোড় :

thebengalpost.in
এই এলাকায় নেই যাত্রী প্রতীক্ষালয়ের ব্যবস্থা :

বৃহস্পতিবারও বাস থেকে নেমে ভিজতে হল অফিস যাত্রীদের। অথচ এই এলাকার একদিকে গুরুত্বপূর্ণ জেলাশাসকের কার্যালয় এবং উল্টো দিকে জেলাশাসকের বাংলো। এই জায়গায় একটি যাত্রী প্রতীক্ষালয়ের দাবি দীর্ঘদিনের। কিন্তু, এখনও তা হয়নি, হয়তো ব্যস্ততম এলাকা বলেই! কিন্তু, এজন্য অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার জেলা প্রশাসনের এক কর্মীই বেঙ্গল পোস্টের দপ্তরে ফোন করে জানালেন, “এই বিষয়টা আমাদের মানবিক জেলাশাসকের নজরে আনুন দয়া করে! আজ বাস থেকে নামতে নামতেই ভিজে গেলাম।” তাই, পীরবাবার মোড়েও একটি ছোট হলেও যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন নিত্য যাত্রীরা।

thebengalpost.in
ভিজতে হচ্ছে নিত্য যাত্রীদের :