দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩০ আগস্ট: সামান্য বৃষ্টিতেই মাঠের অবস্থা বেহাল হয়ে যায়। কর্দমাক্ত হয়ে যায়, নেই সঠিক জল নিকাশি (ড্রেনেজ) ব্যবস্থা। প্রাতঃভ্রমণকারী থেকে মাঠে আসা সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হয়। সর্বোপরি, কোভিড পরিস্থিতিতে বাজারও বসে এই মাঠে, সেই সময় চরম দুর্ভোগে পড়তে হয় ক্রেতা ও বিক্রেতাদের। ঐতিহ্যমণ্ডিত এই মাঠের ‘বেহাল দশা’য় উদ্বিগ্ন হয়ে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) সোমবার সকালে মাঠে দাঁড়িয়ে বললেন, “মাঠের অবস্থা বেহাল। সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে যাচ্ছে, ভালো নিকাশি ব্যবস্থা নেই। বিশেষ করে স্কুলের অংশটা একেবারেই খারাপ হয়ে গেছে। আমরা দেখছি কতটুকু কি করতে পারি, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলব।”
প্রসঙ্গত, সোমবার সকালে প্রাতঃকালীন ভ্রমণে বেরিয়ে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে শরীরচর্চা ও খেলাধুলা করেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ঐতিহ্যমণ্ডিত এই মাঠের দুর্দশা ঘোচাতে আমরা চেষ্টা করব।” এ নিয়ে শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “তিনি সাংসদ হিসেবে নিশ্চয়ই উদ্যোগ নিতে পারেন। কিন্তু, মুখে বলে লাভ নেই, করে দেখান দিলীপ বাবু। সবাই জানে ২০১৯ সালে প্রধানমন্ত্রী’র সভার পর এই মাঠের দুর্দশা কি করে গিয়েছিলেন! আমরা ঐতিহ্যমণ্ডিত এই মাঠের বিষয়ে সচেতন। মাঠের সংস্কার আগেও হয়েছে। এ নিয়ে আমরা মাঠ কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় কথা বলব।”