দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মেয়ে অনুষ্কা গুপ্ত। অনুষ্কা জেলা শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) দশম শ্রেণীর ছাত্রী। গত ২২-২৪ মে আয়োজিত CISCE’র ন্যাশনাল যোগা অলিম্পিয়াড (CISCE National Yoga Olympiad 2023)- এর ১৪-১৬ বছর বয়সী বালিকা বিভাগের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মেদিনীপুর শহরের অনুষ্কা। ১২-টি রাজ্য এবং সংযুক্ত আরব আমিরশাহি সহ বিদেশের প্রতিযোগীরাও অংশ নিয়েছিল এই যোগা অলিম্পিয়াডে। কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। নিজের বিভাগে চ্যাম্পিয়ন হয় অনুষ্কা।

thebengalpost.net
জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম মেদিনীপুর শহরের অনুষ্কা:

এর আগে, গত ২৯ এপ্রিল (২০২৩) রিজিওনাল প্রি-যোগা অলিম্পিয়াডে ওয়েস্ট বেঙ্গল তথা নর্থ-ইস্ট জোনের চ্যাম্পিয়ন হিসেবে জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় অনুষ্কা। অনুষ্কা ছাড়াও আরো ৩ জন ওই জোন থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। জাতীয় পর্যায়ে ১২-টি রাজ্য ও আন্তর্জাতিক ক্ষেত্রের ৫২ জন প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় (বা, প্রথম স্থান অর্জন করে) শহরের সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল (ICSE Board) বিদ্যাসাগর শিশু নিকেতনের এই ছাত্রী। প্রসঙ্গত, ছোট থেকেই যোগ-ব্যায়ামের চর্চা করে অনুষ্কা। যোগ-ব্যায়ামকেই ধ্যান-জ্ঞান করে ভবিষ্যতেও এগোতে চায় সে। অনুষ্কা বলে, “ভবিষ্যতে যোগা নিয়ে এগোতে চাই। যোগা নিয়ে পড়াশোনাও করতে চাই। এই সাফল্যের পিছনে আমার বাবা-মা’র উৎসাহ ও অবদান অনস্বীকার্য। পাশাপাশি যোগা প্রশিক্ষক সর্বতোভাবে সাহায্য করেছেন। এছাড়াও, আমার স্কুলের ভূমিকা অপরিসীম।” অনুষ্কা জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করায় খুশি সকলে। আনুষ্কা’র প্রশিক্ষক তথা ‘আনিসা স্কুল ফর যোগা কালচার’ এর অধ্যক্ষ অলোক কুমার পাল বলেন, “আগামী ১৭-২০ জুন মধ্যপ্রদেশের ভূপালে অনুষ্ঠিত হবে NCERT’র যোগা অলিম্পিয়াড। ওই প্রতিযোগিতা আরও কঠিন। আমাদের বিশ্বাস অনুষ্কা ওতেও সফল হবে।” তাঁর ইচ্ছে, এই যোগ-ব্যায়াম প্রতিযোগিতা অলিম্পিক গেমসেও যুক্ত হোক।

thebengalpost.net
Anushka Gupta: