দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলাজুড়েও চলছে আন্দোলন। সবং থেকে শালবনী, খড়্গপুর থেকে মেদিনীপুর সর্বত্র অবস্থান-বিক্ষোভ-আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের বটতলা চকে অবস্থান-বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। কর্মসূচি চলবে আগামী রবিবার পর্যন্ত, জানালেন জেলা সভাপতি অজিত মাইতি। বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানোও হলো। অন্যদিকে, সবং কিংবা‌ শালবনী, গড়বেতা কিংবা খড়্গপুর সর্বত্র হলো প্রতিবাদ আন্দোলন। কোথায় গরুর গাড়ি চেপে, কোথাও মোদীর কুশপুত্তলিকা খাটে তুলে ‘বল হরি হরি বোল’ ধ্বনিতে ঘুরিয়ে দাহ করে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন নেতা-কর্মীরা।

thebengalpost.in
মেদিনীপুরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ :

thebengalpost.in
গরুর গাড়িতে চেপে তৃণমূলের প্রতিবাদ :

শালবনীর পিড়াকাটাতে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত গরুর গাড়িতে চেপে প্রতিবাদ জানালেন। পিড়াকাটা বাজার থেকে পেট্রোল পাম্প পর্যন্ত তিনি গরুর গাড়িতে চেপে যান। তাঁর সঙ্গে ছিলেন দলের নেতা, কর্মী, সমর্থকরা। শ্রীকান্ত বলেন, “কেন্দ্রের মোদী সরকারের জনস্বার্থবিরোধী নীতির কারণেই এভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন সহ প্রতিটি জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে। আর, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই প্রতিটি জিনিসের দাম বাড়ছে। দরিদ্র, শ্রমিক, মধ্যবিত্ত শ্রেণীর কথা ভাবেনা মোদী সরকার। উনি শিল্পপতিদের কর ছাড় দেন, ঋণ মুকুব করেন আর মূল্যবৃদ্ধির কারণে দরিদ্র শ্রেণীর অপমৃত্যু ঘটে! তাই আমাদের এই প্রতিবাদ।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে আগামীকালও এই প্রতিবাদ আন্দোলন চলবে।

thebengalpost.in
সবংয়ে প্রতিবাদ :

thebengalpost.in
পিড়াকাটায় প্রতিবাদ :