Natural Disaster

Weather: টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, মৃত্যু ১৪ জনের! দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১১ নভেম্বর: টানা তিনদিনের বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। এখনও পর্যন্ত জলের তলায় বেশিরভাগ রাস্তাঘাট। ব্যাহত বিমান পরিষেবা। দুর্যোগ এখনও পর্যন্ত ১৪ জনের প্রাণ কেড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপ চেন্নাই (Chennai) থেকে প্রায় ৭০-৮০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থান করছে। তার ফলে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টিপাত চলছে। পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আট জেলায় ‘লাল সতর্কতা’ (Red Alert) জারি হয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি চলছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তর চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গেলপেট, কাঞ্চিপুরম, রানিপেট, ভিল্লুপুরম, কুড্ডালোর জেলা-সহ তামিলনাড়ুর বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আগেই সতর্কতা জারি করেছিল আবহায়া দফতর। বৃহস্পতিবার সকাল সাড়ে সাড়ে এগারোটা নাগাদ, নিম্নচাপটি চেন্নাই উপকূল থেকে ৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। পুদুচেরি থেকে এর দূরত্ব ১৩০ কিলোমিটার।

তামিলনাড়ু বিপর্যস্ত :

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে খুব ধীর গতিতে। ৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ। উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে কড়াইকাল ও শ্রীহরিকোটার মাঝখানে বৃহস্পতিবার সন্ধে নাগাদ আছড়ে পড়তে পারে। ১৩ নভেম্বর পর্যন্ত দুর্যোগ চলতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে, বৃষ্টির দাপটে তামিলনাড়ুর বহু রাস্তা ভেসে গিয়েছে। প্রায় ১১ টি সাবওয়ে বন্ধ করে দিয়েছে ট্রাফিক পুলিশ। রেল লাইনেও জল জমে ব্যহত হচ্ছে ট্রেন চলাচল। শুধু তাই নয়, অবিরাম বৃষ্টির জেরে চেন্নাই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় দেড় হাজার কাঁচা ও পাকা বাড়ি ধ্বংস হয়েছে। মৃত্যু হয়েছে প্রচুর গবাদি পশুর। মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন সরকারি আধিকারিক এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন।

ভেঙে পড়েছে বহু বাড়ি, মৃত্যু ১৪ জনের :

এদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। বেড়েছে তাপমাত্রা। এমনকি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বিকেল থেকে শনিবারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে বুধবার পর্যন্ত তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। বৃহস্পতিবার তা অনেকটা বেড়েছে। আগামী দু’একদিন পরিস্থিতি এ রকমই থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার তেমন বৃষ্টিপাত না হলেও, শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।

জলের তলায় রাস্তা :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

4 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago