Natural Disaster

Weather: টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, মৃত্যু ১৪ জনের! দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১১ নভেম্বর: টানা তিনদিনের বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। এখনও পর্যন্ত জলের তলায় বেশিরভাগ রাস্তাঘাট। ব্যাহত বিমান পরিষেবা। দুর্যোগ এখনও পর্যন্ত ১৪ জনের প্রাণ কেড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপ চেন্নাই (Chennai) থেকে প্রায় ৭০-৮০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থান করছে। তার ফলে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টিপাত চলছে। পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আট জেলায় ‘লাল সতর্কতা’ (Red Alert) জারি হয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি চলছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তর চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গেলপেট, কাঞ্চিপুরম, রানিপেট, ভিল্লুপুরম, কুড্ডালোর জেলা-সহ তামিলনাড়ুর বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আগেই সতর্কতা জারি করেছিল আবহায়া দফতর। বৃহস্পতিবার সকাল সাড়ে সাড়ে এগারোটা নাগাদ, নিম্নচাপটি চেন্নাই উপকূল থেকে ৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। পুদুচেরি থেকে এর দূরত্ব ১৩০ কিলোমিটার।

তামিলনাড়ু বিপর্যস্ত :

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে খুব ধীর গতিতে। ৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ। উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে কড়াইকাল ও শ্রীহরিকোটার মাঝখানে বৃহস্পতিবার সন্ধে নাগাদ আছড়ে পড়তে পারে। ১৩ নভেম্বর পর্যন্ত দুর্যোগ চলতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে, বৃষ্টির দাপটে তামিলনাড়ুর বহু রাস্তা ভেসে গিয়েছে। প্রায় ১১ টি সাবওয়ে বন্ধ করে দিয়েছে ট্রাফিক পুলিশ। রেল লাইনেও জল জমে ব্যহত হচ্ছে ট্রেন চলাচল। শুধু তাই নয়, অবিরাম বৃষ্টির জেরে চেন্নাই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় দেড় হাজার কাঁচা ও পাকা বাড়ি ধ্বংস হয়েছে। মৃত্যু হয়েছে প্রচুর গবাদি পশুর। মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন সরকারি আধিকারিক এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন।

ভেঙে পড়েছে বহু বাড়ি, মৃত্যু ১৪ জনের :

এদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। বেড়েছে তাপমাত্রা। এমনকি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বিকেল থেকে শনিবারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে বুধবার পর্যন্ত তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। বৃহস্পতিবার তা অনেকটা বেড়েছে। আগামী দু’একদিন পরিস্থিতি এ রকমই থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার তেমন বৃষ্টিপাত না হলেও, শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।

জলের তলায় রাস্তা :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago