দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: মাত্র ৩১ বছরের যুবক। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। মাত্র বছর দেড়েক হল যোগ দিয়েছিলেন আইআইটি’তে। সোমবার দুপুরে কাজ করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অত্যন্ত মেধাবী, শান্ত ও ভদ্র স্বভাবের আশ্বিনী মাসান্ত! বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডমারীতে। মর্মান্তিক এই ঘটনায় শুধু আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) বা পিংলা থানা নয়, সারা জেলা জুড়েই নেমে এসেছে শোকের ছায়া!
পিংলার এই মেধাবী যুবক পিংলা কলেজ থেকে স্নাতক পাস করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এম.এ করেছেন। এরপর, যথাক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে বি.এ ও এম.এ পাস করেছেন। একাধিক প্রতিষ্ঠানে কাজ করার পর, ২০১৮ সাল থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালের জানুয়ারি মাসে পরীক্ষা দিয়ে সরাসরি আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে যোগদান করেন। সম্প্রতি, কয়েকদিন হল তাঁর শরীর একটু খারাপ ছিল বলে জানা গেছে। তা সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছিলেন! হঠাৎ সোমবার দুপুরে অসুস্থতা অনুভব করেন। কিন্তু, সহকর্মীরা এসে মাত্র ১ কিলোমিটারের মধ্যে বি.সি রায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়! চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তাঁকে। কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার ঘটনা বলে মনে করা হচ্ছে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে!