দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ৩০ জন পুলিশকর্মীর বদলি হল একদিনে! শুক্রবার জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জন এস আই (Sub-Inspector of Police), ২ জন এ এস আই (Assistant Sub-Inspector of Police) এবং ৭ জন কনস্টেবল (Constable) এর রদবদল করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে এটা নিছকই একটা রুটিন বদলি।

thebengalpost.in
পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ৩০ জন পুলিশকর্মীর বদলি :

উল্লেখযোগ্য ভাবে, ১৭ জন এস.আই যাঁরা পুলিশ লাইন হেড কোয়ার্টারে ডিউটিতে ছিলেন তাঁদের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ১ জনকে ডি.আই.বি তে পাঠানো হয়েছে। এছাড়াও, কয়েকটি থানাতেও রদবদল করা হয়েছে। ইতিমধ্যে, প্রতিটি থানা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের কাছে এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।