Politics

Midnpaore: প্রদীপ সরকার ঘনিষ্ঠ তৃণমূলের ওয়ার্ড সভাপতি থেকে প্রণব বসু’র ভাই! ভোটের আগেই মেদিনীপুরে মেগা জয়েনিং কংগ্রেসে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি:দুর্দিনে ভরসা সেই ‘দুর্দিন’এর কংগ্রেসই! টিকিট পাননি, দলে কোণঠাসা। একে এক প্রকার ‘দুর্দিন’ই বলা চলে। তৃণমূল বিজেপির এই সমস্ত নেতাই হয়তো কিছুদিন আগে বলে বেড়িয়েছেন কংগ্রেসের তো এখন চরম ‘দুর্দিন’! আবার, ব্যাপক অর্থে পরাধীন ভারতবর্ষের দুর্দিনেও এই কংগ্রেস-ই একমাত্র সম্বল ছিল ভারতবাসীর। সব মিলিয়ে সেই দুর্দিনের কংগ্রেস-ই আজ পুরভোটের আগে দুর্দিনে থাকা এক ঝাঁক তৃণমূল বিজেপির নেতাদের পরম আশ্রয়স্থল হয়ে উঠল। শনিবার, সরস্বতী পুজোর দিন বিকেলে ফের একবার জমজমাট হয়ে উঠল জেলাশহর মেদিনীপুরে অবস্থিত জেলা কংগ্রেসের কার্যালয়। পৌরভোটে আগে মেগা জয়েনিং করিয়ে দেখিয়ে দিলেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় ও তাঁর সৈনিকরা। এই তালিকায় আছেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত প্রণব বসু’র ভাই সুব্রত বসু (রাজু বসু) থেকে খড়্গপুরে ২৪ নং ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি ড. তপন প্রধান সহ তাঁর শতাধিক অনুগামীরা। আছেন, মেদিনীপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর স্বপন চৌধুরী ও তাঁর স্ত্রী (তিনিও কাউন্সিলর ছিলেন) অঞ্জলী চৌধুরী, বিজেপি নেতা তথা আইনজীবী শচীন্দ্রনাথ মিশ্র প্রমুখ।

কংগ্রেসে যোগদান:

উল্লেখ্য যে, খড়্গপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে তুষার চৌধুরী’র। তুষার খড়্গপুর শহরের দাপুটে তৃণমূল নেতা দেবাশীষ চৌধুরী (মুনমুন) ঘনিষ্ঠ বলে জানা গেছে। অন্যদিকে, ওই ওয়ার্ডের সভাপতি তপন প্রধান পৌরপ্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন প্রদীপ সরকার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন এবং এলাকায় তাঁর দাপট যথেষ্ট। কিন্তু, তুষারের নাম ঘোষণা হওয়ার পরই ক্ষোভে দল ছাড়লেন বলে মনে করা হচ্ছে! যদিও তপন এদিন জানিয়েছেন, “কংগ্রেস ঐতিহাসিক দল। স্বাধীনতার ইতিহাসে অবদান চিরস্মরণীয়। এখনও দেশে কংগ্রেসের বিকল্প কেউ নেই! একসময় কংগ্রেস ছেড়েই তৃণমূলে গিয়েছিলাম। কিন্তু, তৃণমূলে কর্মীদেরই সম্মান নেই। নেতা তৈরি করে কর্মীরাই। ওয়ার্ডে আমাদের কর্মীদেরই সম্মান নেই। তাই শতাধিক কর্মীদের নিয়ে কংগ্রেসে যোগদান করলাম।” সূত্রের খবর অনুযায়ী, এই তপন প্রধান ২৪ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী হতে চলেছেন! একইভাবে, তৃণমূলে কোণঠাসা হয়ে পড়া শুভেন্দু অনুগামী নেতা প্রয়াত প্রণব বসু ২০২০’র ১৯ ডিসেম্বর শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। তবে, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ১৮ জুলাই (২০২১) তাঁর মৃত্যু হয়। তাঁর ভাই এবং রাজনৈতিক সঙ্গী, একসময়ের দাপুটে তৃণমূল নেতা সুব্রত বসু (রাজু) ও আজ কংগ্রেসে যোগদান করলেন। তাঁরও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, মেদিনীপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দম্পতি স্বপন চৌধুরী ও তাঁর স্ত্রী অঞ্জলি চৌধুরী, বিজেপি নেতা শচীন্দ্রনাথ মিশ্র শনিবার জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়ের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। সমীর জানিয়েছেন, “যাঁরা যোগদান করেছেন, তাঁদের প্রার্থী হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। আগামীকাল তাঁদের সঙ্গে আলোচনা হবে। সোমবার আমাদের দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।”

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

5 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

7 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

1 week ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

1 week ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

2 weeks ago