Politics

Midnapore: পার্থ-চাপের মুখে একাধিক জেলা সভাপতিকে সরানো হল! পশ্চিম মেদিনীপুরে থাকছেন সুজয়-আশিস’ই, সমন্বয়ে অজিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: পশ্চিম মেদিনীপুরে তৃণমূল পঞ্চায়েত লড়বে সুজয় হাজরা আর আশিস হুদাইতের নেতৃত্বেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে অনুযায়ী, দুই সাংগঠনিক জেলার মধ্যে সমন্বয় রক্ষা (কো-অর্ডিনেটর) করবেন যথারীতি অজিত মাইতি। প্রসঙ্গত উল্লেখ্য, পার্থ-অস্বস্তির মধ্যেই, আজ, সোমবার (১ আগস্ট), নতুন করে জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানদের নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। সেখানে দেখা গেল, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন এই তৃণমূল কংগ্রেস প্রায় অর্ধেকের কাছাকাছি জেলা সভাপতিকে বদলে দিয়েছে। অনুমান করা হচ্ছে, তাঁদের মধ্যে অনেকেই পার্থ-ঘনিষ্ঠ ছিলেন। অনেকের বিরুদ্ধে আবার নানা অভিযোগ ছিল। তবে, পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনে কোনো পরিবর্তন করা হয়নি! যদিও, বদলে দেওয়া হয়েছে পাশের জেলা ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে।

মেদিনীপুরের সভাপতি (সুজয় হাজরা) ও চেয়ারম্যান (দীনেন রায়):

আশিস হুদাইত (ঘাটালের সভাপতি) :

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গেছে চব্বিশ পরগণা, নদীয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় সভাপতি ও চেয়ারম্যান বদল করা হয়েছে। তবে, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সংগঠনের দায়িত্বে (সভাপতি) থাকছেন সুজয় হাজরা-ই। চেয়ারম্যান যথারীতি দীনেন রায়। অন্যদিকে, ঘাটাল সংগঠনেও সভাপতি ও চেয়ারম্যান থাকছেন যথারীতি আশিস হুদাইত এবং অমল পন্ডা-ই। অপরদিকে, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা (মে মাসে মেদিনীপুরের সভা থেকে) অনুযায়ী অজিত মাইতি-কে কো-অর্ডিনেটর হিসেবে অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হল। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলায় নতুন জেলা সভাপতি হয়েছেন দুলাল মুর্মু। চেয়ারম্যান থাকছেন বীরবাহা সরেন টুডু-ই। সরানো হল দেবনাথ হাঁসদা-কে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সভাপতি করা হয়েছে মন্ত্রী সৌমেন মহাপাত্র-কে। তিনি আগে চেয়ারম্যান ছিলেন। নতুন ঘোষণা অনুযায়ী দায়িত্ব বাড়ানো হল সৌমেনের। নতুন চেয়ারম্যান হলেন পীযূষ ভুঁইয়া। কাঁথি’তে চেয়ারম্যান ছিলেন অখিল গিরি। তাঁকে সরানো হয়েছে। এদিকে, পুনরায় মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সুজয় হাজরা জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের নির্দেশ পেলেই, দ্রুত জেলা কমিটি ও ব্লক কমিটিও ঘোষণা করা হবে। তারপরই পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বেন কর্মীরা। যদিও, দলের পূর্ব ঘোষণা মেনে, ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত প্রতিটি বুথে একাধিক কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে রবিবারের (৩১ জুলাই) কোর কমিটির বৈঠক থেকে।

অজিত মাইতি (কো-অর্ডিনেটর) :

পরিবর্তন একাধিক জেলায়:

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

7 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago