দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: কথা রাখল রেল কর্তৃপক্ষ। পুজোর আগেই উদ্বোধন হচ্ছে খড়্গপুর স্টেশনের দ্বিতীয় ফুটব্রিজের (ফুট ওভারব্রিজের)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। থাকবেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। এছাড়াও, খড়্গপুর (সদর) এর বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আমন্ত্রিত হয়েছেন। উল্লেখ্য যে, ঝাঁ চকচকে এই ফুট ওভারব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। বছর তিনেক আগে রেলের তরফে অনুমোদন দেওয়া হয়েছিল এই ওভারব্রিজের। অবশেষে, সেই কাজ সম্পূর্ণ হয়েছে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ফুট ওভারব্রিজ বা উড়ালপুলের।
প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের তৃতীয় দীর্ঘতম এই রেলওয়ে প্লাটফর্মে এতকাল একটিই ফুট ওভারব্রিজ ছিল। তাও অত্যন্ত সঙ্কীর্ণ এবং ক্রমেই তা জরাজীর্ণ হয়ে পড়ছিল। দাবি ওঠে দ্বিতীয় ওভারব্রিজের। অবশেষে, সেই ওভারব্রিজ পেলেন খড়্গপুর বাসী। তবে, ওই ওভারব্রিজের দুই পাশে এখনও টিকিট কাউন্টার হয়নি। এলাকাবাসীর দাবি অবিলম্বে তা করা হোক। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পাশেই টিকিট কাউন্টার করা হবে। খুশি খড়্গপুর বাসী। আধুনিক ও আকর্ষণীয় এই ফুট ওভারব্রিজের উদ্বোধন হবে, আজ বৃহস্পতিবার। তবে, আমন্ত্রণ তালিকায় বিধায়ক ও সাংসদ থাকলেও, রেল শহরের পুর-প্রশাসক না থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে! এ নিয়ে খড়্গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার জানিয়েছেন, “রেল তো রাজ্য বা সংশ্লিষ্ট শহরের বাইরে নয়। রেল এলাকাও শহরের মধ্যে। অথচ, শুধুমাত্র গেরুয়া রাজনীতির চাপে রেল শহরের পৌর-প্রতিনিধি’কে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানের এই ধরনের সঙ্কীর্ণ রাজনীতি করা উচিৎ হয়নি।” তবে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রোটোকল মেনেই বিধায়ক, সাংসদ-কে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই প্রোটোকলের মধ্যে পৌরসভার প্রশাসক পড়ছেন না!