Railway

Kharagpur: একজন নয়, খড়্গপুর ডিভিশনের দু-দু’জন টিটিই চলতি আর্থিক বছরে ১ কোটি টাকা জরিমানা আদায় করে রেকর্ড গড়লেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩০ মার্চ: একজন নয়, খড়্গপুর ডিভিশনের দু-দু’জন টিটিই (টিকিট চেকিং স্টাফ) চলতি আর্থিক বছরে ১ কোটি টাকা জরিমানা আদায় করে দক্ষিণ পূর্ব রেলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন। খড়্গপুর ডিভিশনের ক্ষেত্রেও এ এক অভিনব নজির বলে বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন সিনিয়র ডিসিএম (Sr. DCM) রাজেশ কুমার। চলতি আর্থিক বছরে অর্থাৎ ২০২২ এর ১ এপ্রিল থেকে ২০২৩ এর ৩১ মার্চের মধ্যে দক্ষিণ পূর্ব রেলে এখনও পর্যন্ত (আজ, ৩০ মার্চ অবধি) ৩ জন টিকিট চেকিং স্টাফ এই কৃতিত্ব অর্জন করেছেন। তার মধ্যে দু’জনই হলেন খড়্গপুর ডিভিশনের টিটিই। এঁরা হলেন যথাক্রমে- সাঁতরাগাছি স্টেশনের স্পেশাল টিকিট চেকিং স্টাফ (STCS) পিন্টু দাস (Pintu Das) এবং অপরজন হলেন মেছেদা স্টেশনের টিকিট চেকিং স্কোয়াডের সিটিআই (CTI) বিপ্লব চক্রবর্তী (Biplab Chakraborty)। এই কৃতিত্ব অর্জনকারী দক্ষিণ পূর্ব রেলের অপর টিটিই হলেন রাঁচি ডিভিশনের টিকিট এক্সামিনার পীযূষ কুমার (Piyush Kumar)।

পিন্টু দাসের হাতে শংসাপত্র তুলে দিলেন ডিআরএম, উপস্থিত সিনিয়র ডিসিএম:

প্রসঙ্গত, এক অর্থ বর্ষে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে কোনো একজন টিটিই কর্তৃক ১ কোটি টাকার ফাইন আদায়, দক্ষিণ পূর্ব রেলের ইতিহাসে এই প্রথম বলে জানা যায়। সেক্ষেত্রে এবার একেবারে তিন-তিন জন টিটিই বা টিকিট চেকিং স্টাফ (৩০ মার্চ পর্যন্ত) এই নজির গড়লেন। এর মধ্যে আবার দু’জন খড়্গপুর ডিভিশনের। চলতি অর্থ বর্ষ অর্থাৎ ৩১ মার্চ শেষ হতে যেহেতু এখনও ২৪ ঘন্টা বাকি, সংখ্যাটা আরও বাড়ে কিনা, সেটাই এখন দেখার। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, খড়্গপুর ডিভিশনের পিন্টু দাস এবং রাঁচি ডিভিশনের পীযূষ কুমার গত ২৬ মার্চ এই কৃতিত্ব অর্জন করেছেন। অপরদিকে, খড়্গপুর ডিভিশনের বিপ্লব চক্রবর্তী গতকাল অর্থাৎ ২৯ মার্চ এই নজির গড়েছেন।

বিপ্লব চক্রবর্তীর হাতে শংসাপত্র তুলে দিলেন ডিআরএম, উপস্থিত সিনিয়র ডিসিএম:

ইতিমধ্যে, দক্ষিণ পূর্ব রেলের তরফে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খড়্গপুর ডিভিশনের দুই টিকিট চেকিং স্টাফ, যথাক্রমে পিন্টু দাস ও বিপ্লব চক্রবর্তী-কে সংবর্ধনা দিলেন ডিআরএম (DRM) এম. এস হাসমি এবং সিনিয়র ডিসিএম (Sr. DCM) রাজেশ কুমার। তাঁদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। সিনিয়র ডিসিএম বলেন, “খড়্গপুর ডিভিশনের ইতিহাসে এ এক অনন্য নজির। কর্তব্যপরায়ণ এবং একনিষ্ঠ এই দুই টিকিট চেকিং স্টাফ বিরল এই নজির গড়ে শুধু খড়্গপুর ডিভিশন-ই নয়, দক্ষিণ-পূর্ব রেলওয়ে কেও গর্বিত করলেন।” জানা যায়, সাঁতরাগাছি স্টেশনের STCS পিন্টু দাস ৩০৪টি কর্মদিবসে ১১৮৬১ জন বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে মোট ১ কোটি ২২ হাজার ২৭০ টাকা এবং মেছেদা স্টেশনের CTI বিপ্লব চক্রবর্তী ২৯৭-টি কর্মদিবসে ১০৯৩২ জন বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে ১ কোটি ৪ হাজার ৩৩৫ টাকা ফাইন বা জরিমানা আদায় করে এই কৃতিত্ব অর্জন করেছেন।

সিনিয়র ডিসিএম (Sr. Divisional Commercial Manager) এর সঙ্গে দুই টিটিই :

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 mins ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

4 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

4 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

5 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

7 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

1 week ago