Rape

Midnapore: কন্যা সম নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: অভিযোগকারীর কন্যা এবং তাঁর কন্যা সমবয়সী। একসঙ্গে খেলাধুলাও করত। সেই কন্যা সম আট বছরের নাবালিকাকেই ধর্ষণ (কিংবা, জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা) করার অভিযোগে গ্রেফতার করা হলো মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) প্রাক্তন অধ্যাপক (Assistant Professor) তথা বর্তমানে শিলচরে (Silchar) অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের (Assam University) অধ্যাপক (Associate Professor) সুরথ কুমার মালিক (Suratha Kumar Malik)-কে। রবিবার রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় মেদিনীপুর শহরে তাঁর কোয়ার্টার বা আবাসন থেকে। নাবালিকা কন্যার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মেদিনীপুর মহিলা থানার (Midnapore All Women Police Station) তরফে ওই অধ্যাপককের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা শহর মেদিনীপুরে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের তরফেও ঘটনার নিন্দা করা হয়েছে।

Assam University:

জানা যায়, গত ৮-৯ বছর ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর (Assistant Professor) হিসেবে নিযুক্ত ছিলেন অধ্যাপক সুরথ কুমার মালিক। গত তিনমাস হল তিনি অসমের শিলচরে অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয় (Assam University)- এর অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor) হিসেবে যোগ দিয়েছেন। নিজের পেশার জগতে যথেষ্ট সফল এবং প্রশংসিত সুরথ কুমার মালিক শিলচরের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার জন্য আপাতত এক বছরের জন্য লিয়েন নিয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে। ওড়িশার বাসিন্দা সুরথ মাস তিনেক আগে আসাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেও, তাঁর স্ত্রী ও ছেলে-মেয়ে মেদিনীপুর শহরের আবাসনেই ছিলেন। স্ত্রী ও দুই নাবালক সন্তানকে এবং নিজেদের আসবাবপত্র নিয়ে যাওয়ার জন্য গত ২-৩ দিন আগে শিলচর থেকে তিনি মেদিনীপুর শহরে এসেছিলেন। গতকাল অর্থাৎ রবিবার বিকেলের দিকে তাঁর কোয়ার্টারের ঠিক পাশের কোয়ার্টারের বাসিন্দা অর্থাৎ দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রতিবেশীর আট বছরের নাবালিকা কন্যা (তথা নিজের নাবালিকা মেয়ের বান্ধবীর সঙ্গে)’র সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন কিংবা ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি, ঘটনার কথা নিজের বাবা-মাকে জানালে ছোট্ট মেয়েটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তবে, অসুস্থ হয়ে পড়া ওই নাবালিকা নিজের বাবা-মাকে সবকিছু জানালে, তাঁরা দ্রুত মেদিনীপুর মহিলা থানার দ্বারস্থ হন এবং মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেন বলে জানা যায়।

অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই অধ্যাপক সুরথ কুমার মালিককে গ্রেপ্তার করে পুলিশ। পকসো ধারায় মামলা রুজু করা হয়। সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হলে, মেদিনীপুর পকসো আদালত দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য যে, বছর ৪০’র ওই অধ্যাপকের আট বছরের নাবালিকা মেয়ে ছাড়াও, ২-৩ বছরের একটি ছেলেও আছে। তাঁর প্রতিবেশীরও এক নাবালিকা মেয়ে এবং নাবালক ছেলে। তারা পরস্পরের বন্ধু। রবিবার বিকেলেও অধ্যাপকের মেয়ে এবং প্রতিবেশীর মেয়ে আবাসনের সামনে খেলছিল বলে সূত্র মারফত জানা গেছে। কিছুক্ষণ পর লুকোচুরি খেলাতে যোগ দেন অধ্যাপকও। এর মাঝেই নিজেদের বাথরুমে নিয়ে গিয়ে নাবালিকার সঙ্গে জোর পূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে মেদিনীপুর আদালতের একটি সূত্রে জানা গেছে। অধ্যাপকের এই ঘৃণ্য কাজের নিন্দা করার ভাষা হারিয়েছেন শহরবাসী তথা শিক্ষিত সম্প্রদায়! মুখে কুলুপ এঁটেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন, “শিক্ষক হিসাবে ওঁর প্রশংসা শুনেছি সর্বত্র। এই ধরনের বিষয় ওঁর নামে আগে কখনো শুনিনি। যদিও, উনি এখন আসামের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাই, এই বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই।” জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Vidyasagar University (বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, নিজস্ব চিত্র) :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

17 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago