দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: বিকেল প্রায় ৫ টা থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা সহ মেদিনীপুরে যে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ছড়িয়েছিল ‘বোমাতঙ্ক’; রাত্রি ৯ নাগাদ জানা গেল সেই ব্যাগে বোমা বা বিস্ফোরক কিছুই নেই! বোম্ব স্কোয়াড এসে সেই ব্যাগ থেকে বের করল একটি ফ্লাস্ক (Flask), কিছু পুরানো জামা কাপড়, গামছা, দু’টি মিষ্টির প্যাকেট এবং গোটাকয়েক নারকোল (Coconut)। আর, এই ফ্লাস্কের কারণেই মেটাল ডিটেক্টর ইঙ্গিত দিয়েছিল পরিতক্ত ব্যাগে ধাতব কিছু থাকার! সেই জন্যই, পরিতক্ত ওই ব্যাগ খোলার আগে, মঙ্গলবার সন্ধ্যায় নেওয়া হয়েছিল চূড়ান্ত সর্তকতা। প্রসঙ্গত, রাত পোহালেই ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। তাই, নাশকতার আশঙ্কা থেকেই যায়! সেই সূত্রেই বিন্দুমাত্র ঝুঁকি নেওয়া হয়নি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। খবর দেওয়া হয়েছিল সিআইডি’র বোম্ব স্কোয়াডে। জেলা পুলিশের উপস্থিতিতে তাঁরাই এই ব্যাগ পরীক্ষা করে দেখেন এবং নিশ্চিত হওয়ার পর ব্যাগ খুলে দেখান।

thebengalpost.net
ব্যাগ থেকে বেরোলো নারকোল, মিষ্টির প্যাকেট প্রভৃতি:

প্রসঙ্গত উল্লেখ্য, সারা দেশ ও সারা রাজ্যের সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে চালানো হচ্ছে নাকা তল্লাশি। নাশকতা রুখতে বদ্ধপরিকর পুলিশ। বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় মেদিনীপুর শহরে তল্লাশি অভিযান। সেই অভিযান চলাকালীনই একটি ব্যাগকে গিরে চাঞ্চল্য ছড়ায়! মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের মুখে একটি দোকানের সামনে পিঠে ঝোলানো একটি ব্যাগটি পড়ে ছিল! দোকানের মালিক ও আশেপাশের অনেকেই জানিয়েছিলেন, বিকেল ৪ টা থেকে মালিকবিহীন এই ব্যাগটি পড়ে ছিল। এরপরই জেলা পুলিশ ও কোতোয়ালী থানার তরফে, পুলিশ কুকুর দিয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে প্রাথমিক তল্লাশি চালানো হয়। ভেতরে ধাতব কিছু থাকতে পারে বলে মেটাল ডিটেক্টর ইঙ্গিত দিয়েছিল। তারপর আসে বোম্ব স্কোয়াড। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ব্যাগটি খোলার প্রক্রিয়া শুরু করা হয়। সেই প্রক্রিয়া শেষ হয় প্রায় ন’টা নাগাদ। দেখা যায়, মেটাল ডিটেক্টর সঠিক ইঙ্গিত দিয়েছিল। ব্যাগে ছিল একটি ধাতব ফ্লাস্ক! তবে, বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। হয়তো কোনো ব্যক্তি ভুলবশত এই ব্যাগ বাসস্ট্যান্ডে ছেড়ে গিয়েছিলেন! জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, মেটাল ডিটেক্টর কোন ধাতব পদার্থ ভেতরে থাকার ইঙ্গিত দেওয়ার পর, বোম্ব স্কোয়াডে খবর দেয়া হয়েছিল। দেখা গেছে, ব্যাগে বিস্ফোরক কিছু নেই। ধাতব ফ্লাস্ক সহ পুরানো কিছু জামাকাপড় ও জিনিসপত্র আছে।

thebengalpost.net
ব্যাগ খোলার আগে চূড়ান্ত সতর্কতা :