thebengalpost.net
পার্থ রুদ্র (ফাইল ছবি, সংগৃহীত) :

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৪ নভেম্বর: প্রায় চার মাস ধরে লড়াই জারি ছিল ক্যানসারের বিরুদ্ধে! সেই লড়াই এবার শেষ। কর্কট রোগের কাছে হেরে গিয়ে অকালেই চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র (Partha Rudra)! শনিবার (১৩ নভেম্বর) সকালে নিজের বাসভবনে মাত্র ৫৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সৌরভ গাঙ্গুলি’র অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র। তাই, শেষবেলায় তাঁর চিকিৎসার বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মহারাজ। সম্প্রতি পার্থ কন্যা কথাকলি এই বিষয়ে ফেসবুকে সৌরভ গাঙ্গুলি সহ শুভাকাঙ্খীদের ধন্যবাদও জানিয়েছিলেন। তবে, শেষরক্ষা হলনা! লড়াই শেষ হল অত্যন্ত জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিকের। তাঁর প্রয়াণে শোকের ছায়া বাংলার ক্রীড়া ও সাংবাদিক জগতে!

thebengalpost.net
সৌরভ গাঙ্গুলি’র সঙ্গে পার্থ রুদ্র (একদম পেছনে), ফাইল ফটো :

জনপ্রিয় বাংলা সংবাদপত্র “আজকাল”-এ দীর্ঘদিন দক্ষতার সাথে কাজ করেছিলেন তিনি। বাংলার পাশাপাশি ইংরেজিতেও অত্যন্ত সাবলীল ছিলেন পার্থ। দীর্ঘ ২৮ বছরের সাংবাদিকতার জীবনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ক্রিকেটের নানা অজানা কাহিনি পাঠকদের সামনে তুলে ধরেছিলেন তিনি। সংবাদিকতার পাশাপাশি প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যানেজার হিসেবেও দায়িত্ব সামলেছিলেন পার্থবাবু। অসুস্থ অবস্থায় তাঁর নিয়মিত খোঁজখবর নিতেই সৌরভও। শেষপর্যন্ত স্ত্রী মিতালি ঘোষাল ও কন্যা কথাকলিকে রেখেই পরলোক গমন করলেন তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রীড়া সংবাদ জগতে।

thebengalpost.net
পার্থ রুদ্র (ফাইল ছবি, সংগৃহীত) :