দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: অবশেষে দীর্ঘ ৫ বছর পর হাইকোর্টের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। গত ১০ আগস্ট থেকে একের পর এক নাটকীয়-পর্ব শেষে সোমবার (৪ সেপ্টেম্বর) পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো কেশিয়াড়িতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রশাসনের ডাকা কোরামে তৃণমূলের টিকিটে জয়ী ২০ জন সদস্য (২৩ জনের মধ্যে) এবং বিজেপি থেকে যোগদানকারী ২ জন সদস্য অংশগ্রহণ করেন। দলীয় নির্দেশকে মান্যতা দিয়েই সর্বসম্মতিক্রমে তাঁরা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে উত্তম সিট-কে এবং সহকারী-সভাপতি হিসেবে দেবেন হাঁসদা-কে নির্বাচিত করেন। আর তারপরই সবুজ আবিরে মাতেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আগাগোড়া উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক পরেশ মুর্মু, মহিলা তৃণমূলের রাজ্য সম্পাদিকা কল্পনা শিট প্রমুখ।

thebengalpost.net
বোর্ড গঠনের পর :

প্রসঙ্গত, গত ২০১৮ সালে এই কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে ১৩-১২ আসনে বিজেপি জয়লাভ করায় আইন-শৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে গঠিত হয়নি বোর্ড। আর, এবারের পঞ্চায়েত নির্বাচনে ২৭-টি আসনের মধ্যে ২৩-টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এরপর, গত ১০ আগস্ট বোর্ড গঠনের নির্ধারিত দিনে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে বেনজির ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ প্রকাশ্যে আসে। দলের প্রস্তাবিত উত্তম সিট-কে মানতে নারাজ ছিলেন ফটিক পাহাড়ি এবং তাঁর অনুগামীরা। ২৩ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সমিতির সদস্যরাই জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ফটিক পাহাড়িকেই সভাপতি হিসেবে চেয়েছিলেন। তবে, তাকে মান্যতা দেয়নি জেলা তৃণমূল! ফলে, স্থগিত হয়ে যায় বোর্ড গঠন। এরপর, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ফটিক পাহাড়ি সহ ১৫ জন তৃণমূল সদস্য। ঘটনায় ফটিক পাহাড়ি-কে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। পরে পুরানো একটি (তৃণমূল কর্মী) খুনের ঘটনায় ফটিক পাহাড়ি সহ দু’জনকে (ফটিক পাহাড়ি ও কার্তিক পালুই) গ্রেফতার করে সিআইডি। অপর, একটি প্রতারণার মামলায় গ্রেপ্তার হয় রামপদ সিং নামে আরেক পঞ্চায়েত সমিতির সদস্য। এর মধ্যেই, বিজেপির টিকিটে জয়ী ৪ জন পঞ্চায়েত সমিতির সদস্য-র মধ্যে ২ জন যোগ দেয় তৃণমূলে। ফলে রাস্তা পরিষ্কার হয়ে যায় জেলা তৃণমূল কংগ্রেসের!

সোমবার আদালতে নির্দেশে কড়া পুলিশি প্রহরায় সম্পন্ন হয় বোর্ড গঠন প্রক্রিয়া। সবমিলিয়ে তৃণমূলের ২২ জন সদস্য প্রশাসনের ডাকা কোরামে অংশগ্রহণ করেন এবং সর্বসম্মতিক্রমে রাজ্যের পাঠানো তালিকা অনুসারে উত্তম সিটকে সভাপতি ও দেবেন হাঁসদা-কে সহকারী সভাপতি হিসেবে নির্বাচিত করেন। ২২ এ ২২ করার পর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, “রাজ্যের নির্দেশক্রমে এবারে পঞ্চায়েত সমিতিতে নির্বিঘ্নে বোর্ড গঠন সম্পন্ন হয়েছে। আগামী দিনে কেশিয়াড়ির উন্নয়ন সঠিকভাবে এগিয়ে যাবে।” যদিও ওই পুরো বিষয়টিকে কটাক্ষ করা হয়েছে জেলা বিজেপির তরফে। বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেন, “একটা বড়সড় প্রহসন দেখলেন কেশিয়াড়িবাসী। লোকসভা নির্বাচনে এর জবাব পাবে তৃণমূল।”

thebengalpost.net
ছিল কড়া পুলিশি প্রহরা :