Recruitment

SSC Scam: SSC-তে নজিরবিহীন দুর্নীতির সমস্ত প্রমাণ CBI এর হাতে, স্তম্ভিত বিচারপতি! ভুয়ো শিক্ষকরা‌ নিজে থেকে ইস্তফা না দিলে কঠোর ব্যবস্থা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ সেপ্টেম্বর: অবশেষে SSC দুর্নীতি কাণ্ডের রহস্য উন্মোচনের পথে সিবিআই (Central Bureau of Investigation)। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি চলাকালীন সিবিআই-এর আইনজীবী স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ এবং গ্রুপ সি ও ডি নিয়োগে হওয়া বেনজির দুর্নীতির নমুনা তুলে ধরেন। আর, সেই নমুনা দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত স্তম্ভিত হয়ে যান! তিনি বলেন, “আই এম শকড!” (I am Shocked!) দেখা যায়, একাদশ দ্বাদশে অন্তত এক হাজার (এখনও অবধি পাওয়া গেছে ৯০৭) প্রার্থীর ওএমআর শিটে কারচুপি করা হয়েছে। ৩-৪ নম্বর পাওয়াদের নম্বর বাড়িয়ে ৫৩ করা হয়েছে! ফাঁকা বা সাদা ওএমআর (OMR) জমা দেওয়াদের-ও নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে বলে সিবিআই’এর অভিযোগ। নবম-দশমে আরও বেশি দুর্নীতি হয়েছে বলে সিবিআই জানিয়েছে। নবম-দশম শ্রেণির ক্ষেত্রে ৯৫২ জনের নম্বর বদলানোর এখনও পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে বলে সিবিআই জানিয়েছে। সংখ্যাটা আরও বাড়বে বলেই তাঁদের ধারণা!

সিবিআই এর হাতে বিস্ফোরক তথ্য প্রমাণ :

উল্লেখ্য যে, এসএসসি দুর্নীতির তদন্ত করতে গিয়ে সমস্ত অরিজিনাল OMR এবং হার্ড ডিস্ক ‘সার্ভার রুম’ থেকে উদ্ধার করেছে সিবিআই। অরিজিনাল ডেটা সহ অন্তত তিনটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে বলে সিবিআই এদিন আদালতে জানিয়েছে। আর, তাতেই এই নজিরবিহীন দুর্নীতির প্রমাণ মিলেছে বলে সিবিআই-এর আইনজীবী জানিয়েছেন। অন্যদিকে, গ্রুপ সি ও ডি মিলিয়ে প্রায় সাড়ে ৬ হাজার-৭০০০ হাজার জনের ওএমআর কারচুপি (OMR Manipulation) এখনও পর্যন্ত ধরা পড়েছে বলে সিবিআই এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে জানিয়েছে। গ্রুপ সি-তে ৩,৪৮১ জনের এবং গ্রুপ ডি-তে ২,৮২৩ জনের নম্বর বদল করা হয়েছে বলে সিবিআই জানতে পেরেছে। এরপরই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে জানিয়েছেন, “আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে, এই সমস্ত বেআইনি প্রার্থীরা তাঁদের চাকরি হারাবেন। যদি তাঁরা নিজে থেকে পদত্যাগ করেন তো ভালো, আদালত তাহলে কোনও পদক্ষেপ করবে না। কিন্তু যদি তাঁরা তা না করেন, তাহলে আদালত অন্যভাবে এই বিষয়ে ব্যবস্থা নেবে। এই সকল প্রার্থীরা পদত্যাগ না করলে, পরবর্তীতে তাঁরা যেন আর কোনও সরকারি চাকরির পরীক্ষায় না বসতে পারেন, আমি সেই নির্দেশ দেব। পদত্যাগ না করলে তাঁরা কেউ অন্য সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। পদত্যাগ করলে বুঝব যে তাঁরা বুঝতে পেরেছেন, নিজেরা কী করেছেন! নাহলে কড়া পদক্ষেপ।”

এ প্রসঙ্গে জনৈক সঞ্জয় মণ্ডলের নামোল্লেখ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “একজন সঞ্জয় মন্ডল। জানি না কোথায় কাজ করছেন। তাঁর পদত্যাগ করা উচিত।” আগামী ৯ নভেম্বরের মধ্যে এই সমস্ত ভুয়ো শিক্ষক ও অশিক্ষক কর্মীরা নিজে থেকে ইস্তফা দিতে পারেন। নাহলে কোর্টের নির্দেশে তাঁরা বাদ পড়লে, আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি বিচারপতির! একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সিবিআইয়ের সাহায্য নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে ভুয়ো শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের তালিকা তৈরি করতে হবে। এদিনের নির্দেশ ওয়েবসাইট এবং জনপ্রিয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশ করার কথাও উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

14 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago