thebengalpost.net
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (প্রতীকী ছবি) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ সেপ্টেম্বর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-তে বিপুল নিয়োগ। চলতি বছরে ব্যাঙ্কে প্রবেশনারি অফিসারের মোট ২০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর থেকে। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য যথারীতি থাকবে বয়সের ছাড়। নিযুক্তদের শুরুতে বেসিক পে বাবদ মিলবে ৪১,৯৬০ টাকা। মাসিক বেতনক্রম হবে ৩৬,০০০-৬৩,৮৪০ টাকা। আবেদন জানানোর জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। আবেদন জানাতে পারবেন চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও। তবে, নথি যাচাইকরণের সময় তাঁদের স্নাতক পাশের শংসাপত্রও জমা দিতে হবে।

thebengalpost.net
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (প্রতীকী ছবি) :

মোট ৩-টি পর্যায়ে যোগ্যতা যাচাই করে প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে। প্রতি পর্যায়ে উত্তীর্ণরাই পরবর্তী পর্যায়ের পরীক্ষা দিতে পারবেন। প্রথম দু’টি পর্যায়ে থাকবে প্রিলিমিনারি এবং, মেন পরীক্ষা। পরীক্ষা হবে অনলাইনেই। তৃতীয় পর্যায়ে থাকবে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে। আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ এই পদে আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৭৫০ টাকা। অনলাইনে আবেদনের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। আবেদনপত্রের প্রিন্ট আউট ডাউনলোড করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত। নিয়োগের বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানার জন্য প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইট দেখতে হবে।