Recruitment

OMR Scam: “শূন্য থেকে নম্বর বেড়ে হয়েছে ৫৩, ১-২ থেকে ৫২!” আরো ৪০ জন ভুয়ো শিক্ষকের OMR প্রকাশ করতে চলেছে SSC

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৬ ডিসেম্বর: ১৮৩’র পর আরও ৪০! মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই নবম-দশমের এই ৪০ জন ‘ভুয়ো শিক্ষক’-এর OMR সহ নামের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। আজ (৬ ডিসেম্বর) এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই (CBI) তথ্য দেয়, গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ওএমআর শিট (OMR Sheet)- এ দেখা যাচ্ছে ১০ জন পরীক্ষার্থী শূন্য পেয়েছেন পরীক্ষায়। কিন্তু, তাঁদের কমিশনের সার্ভারে নম্বর দেওয়া হয়েছে ৫৩। বাকিরা যাঁরা ১ বা ২ নম্বর পেয়েছেন, তাঁদের কারও নম্বর ৫১, কারও ৫২। তালিকার ওয়েটিং লিস্টে থাকা এমন ২০ জন প্রার্থীর ক্ষেত্রে দেখা গিয়েছে, ৯ নম্বর বেড়ে ৪৯  হয়েছে। মোট ৪০ জনের মধ্যে ২০ জন শিক্ষকতা করছেন এবং ২০ জন ওয়েটিং তালিকাভুক্ত বলেও জানা গেছে। ৪০ জনের মধ্যে রয়েছেন ২১জন বাংলা, ১০ জন ইতিহাস, ৩ জন জীবন বিজ্ঞান, ৪ জন ইংরাজি এবং ভৌতবিজ্ঞান ও ভূগোল বিষয়ের ১ জন করে প্রার্থী রয়েছেন বলে জানা গেছে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ:

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, সোমবার (৫ ডিসেম্বর) বিচারপতি বিশ্বজিৎ বসু’র বেঞ্চে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল গাজিয়াবাদের সার্ভার থেকে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট (OMR Sheet) উদ্ধার হয়েছে। ওই উত্তরপত্রগুলি যাচাই করে দেখা গিয়েছে, সেখানে এমন অনেকে আছেন যাঁরা ওএমআর শিটে মাত্র একটি বা দু’টি প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু, নম্বর পেয়েছেন ৫০-এর বেশি! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ-ও দাবি করে, এসএসসি-র ওই হার্ড ডিস্ক তদন্তের মোড় ঘুরিয়ে দেবে। যার প্রেক্ষিতে এসএসসি-র উদ্দেশে গতকাল বিচারপতি বসু মন্তব্য করেছিলেন, “জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন।” অন্যদিকে, এর আগে নবম-দশমে ১৮৩ জনের চাকরি বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার সিবিআই-এর উদ্ধার করা ৪০-টি ভুয়ো ওএমআর (OMR) সংক্রান্ত মামালাটি ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। গত শুক্রবার তাঁর নির্দেশেই এনিয়ে মামালাকারী, সিবিআই ও কমিশনের আইনজীবীরা বৈঠক করেছিলেন। সেখান কমিশন বিষয়টি মেনে নেয়। যদিও, স্কুল সার্ভিস কমিশন অরিজিনাল ওএমআর নষ্ট করে দিয়েছে বলে জানায়। এ নিয়ে মঙ্গলবার চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ, “এটা কোন ভুতের কাজ নয়, কমিশনের অফিসে যাঁরা কাজ করেন, তাঁরাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত।” এরপরই, তিনি নির্দেশ দেন, মঙ্গলবারের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে ৪০ জনের নমুনা ওএমআর-এর নাম, রোল নম্বর সহ বিস্তারিত প্রকাশ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তবে, তাঁরা চাইলে মামলা লড়তে পারেন। সে জন্যও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মামলার জন্য সময় দেওয়া হয়েছে ১৬ ডিসেম্বর পর্যন্ত। বিচারপতি জানান, লিখিত আকারে নিজেদের বক্তব্য জানাতে পারবেন ৪০ জন। প্রয়োজনে তাঁদেরও সংশ্লিষ্ট মামলায় যুক্ত করা হবে।

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago