দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৭ জুলাই: উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকা আগামীকাল দুপুর ১২ টায় প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (West Bengal Central School Service Commission)। আজ সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলো এস এস সি। প্রসঙ্গত, গত ২ রা জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে অর্থাৎ শুক্রবারের মধ্যে প্রত্যেক প্রার্থীর টেট ও অ্যাকাডেমিকের নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশের প্রেক্ষিতেই এস এস সি জানিয়ে দিলো, আগামীকাল তারা নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে।

thebengalpost.in
SSC র বিজ্ঞপ্তি :

উল্লেখ্য যে, গত ২১ শে জুন SSC কর্তৃপক্ষ যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছিল, তাতে কোনো প্রার্থীর নম্বর দেওয়া হয়নি। নানা রকম দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ জানিয়ে মামলা করেছিলেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। সেরকমই কয়েকটি মামলার শুনানিতে প্রথমে ওই তালিকার উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর, ২ রা জুলাইয়ের শুনানিতে তিনি স্থগিতাদেশ বজায় রাখেন এবং এস এস সি’কে প্রত্যেকের নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দেন। যাতে প্রত্যেকেই তাঁদের সফল ও অসফল হওয়ার কারণ বুঝতে পারেন! শেষ পর্যন্ত এস এস সি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পরবর্তী প্রক্রিয়া শুরু করতে চলেছে।