দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ জুন: পুজোর আগেই প্রায় ২৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে, পুজোর পর আরও সাড়ে ৭ হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হবে। কিছুক্ষণ আগেই “নবান্ন” থেকে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আজ আর কিছুক্ষণ পরেই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতে চলেছে। ১৪,৩৩৯ টি শূন্যপদের জন্য প্রায় ২১ হাজার জনকে ইন্টারভিউতে ডাকা হবে বলে জানা গেছে। স্কুল সার্ভিস কমিশন তাদের www.westbengalssc.com ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত শূন্যপদ হল- ১৪,৩৩৯ টি (প্যারা টিচার বাদ দিয়ে)।

thebengalpost.in
উচ্চ প্রাথমিকের চূড়ান্ত শূন্যপদ ১৪৩৩৯ টি :

আজ সন্ধ্যা নাগাদ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতে চলেছে। উচ্চ প্রাথমিকের এই ১৪,৩৩৯ জনকে পুজোর আগেই নিয়োগ করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসাথে তিনি এও জানিয়ে দিয়েছেন, পুজোর আগে ১০,৫০০ জন প্রাথমিক শিক্ষকের হাতেও নিয়োগপত্র তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, ইতিমধ্যে প্রাথমিক স্কুলে প্রায় ৪-৫ হাজার জন জয়েন করে গেছেন। মেধাতালিকায় থাকা বাকি প্রায় ১০,৫০০ জনকেও পুজোর আগেই নিয়োগপত্র দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একইসাথে তিনি এও জানিয়েছেন, পুজোর পর, ২০২২ এর মার্চের মধ্যে আরও ৭ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। সম্ভবত সদ্য যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তার ভিত্তিতে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার না করলেও, মোট ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, “মেধার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। কোনও লবি ধরার প্রয়োজন নেই।”