thebengalpost.net
আমরণ অনশন শুরু হল:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ অক্টোবর: পর্ষদ অফিসের সামনে (সল্টলেক, করুণাময়ী), খোলা আকাশের নিচে বিনিদ্র রজনী কাটানোর পর মঙ্গলবার সকাল থেকে আমরণ অনশন শুরু করলেন ২০১৪ প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। খাবারের প্যাকেট, জলের বোতল ছুঁড়ে ফেলে আমরণ অনশন শুরু হল একতা মঞ্চের নেতৃত্বে। ইতিমধ্যে, একাধিক চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন! তবুও তাঁরা অনশনে অনড়। তাঁদের একটাই দাবি, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো সমস্ত টেট পাস, প্রশিক্ষিতদের নিয়োগ দিতে হবে।”

thebengalpost.net
আমরণ অনশন শুরু হল:

একতা মঞ্চের তরফে অচিন্ত্য সামন্ত, অচিন্ত্য ধাড়া, পারমিতা পাল, মৌমিতা ঘোষ, রাখী কোলে, অমিত ঘোষ- প্রমুখ জানিয়েছেন, “প্রথমে ১৬ হাজার ৫০০ জন নিয়োগ হয়ে গেছে দাবি করে তৎকালীন দুর্নীতিগ্রস্ত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। পরে, দেখা যায় নিয়োগ হয়েছে মাত্র ১২-১৩ হাজার। এর মধ্যে, অযোগ্য, সাদা খাতা জমা দেওয়া প্রার্থী আছেন কয়েক হাজার। অবিলম্বে তাঁদের চিহ্নিত করে এবং অবশিষ্ট শূন্যপদ মিলিয়ে নট ইনক্লুডেড যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হোক। এই নিয়োগ সম্পূর্ণ না করে, কোনভাবেই আমরা নতুন নিয়োগের ‘গল্প’ শুনবনা!” এদিকে, সোমবার সন্ধ্যায় পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক থেকে বেরোয়নি কোন সমাধান সূত্র। তিনি নতুন নিয়োগের পক্ষে! তা মানতে রাজি নন নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। তাঁদের মতে, “শূন্যপদ আছে, আছে যোগ্য চাকরিপ্রার্থী; তাহলে কেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি উপেক্ষা করে নতুন নিয়োগের গল্প দেওয়া হচ্ছে?” এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার-ই পর্ষদের তরফে ফের একবার চূড়ান্ত বার্তা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তবে, সেই বার্তা চাকরিপ্রার্থীদের জন্য খুশির না হতাশার, তা সময়ই বলবে!