Science and Technology

Midnapore: মেদিনীপুর সিটি কলেজে অনুষ্ঠিত জাতীয় স্তরের কর্মশালায় উপস্থিত IIT খড়্গপুর, IISC বেঙ্গালুরুর বিদগ্ধ অধ্যাপকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজে (Midnapore City College) অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান বিষয়ক ৫ দিনের জাতীয় স্তরের কর্মশালা। গত ১৩ নভেম্বর এই কর্মশালার সূচনা হয়। আজ, রবিবার (১৭ নভেম্বর) তার শেষ দিন। বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ক গবেষণায় উৎসাহিত করা, উদ্ভাবনী শক্তির বিকাশ তথা সৃজনশীল প্রতিভার উন্মেষ ঘটানোর লক্ষ্যে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহায়তায় অনুষ্ঠিত আবাসিক এই কর্মশালায় পশ্চিম মেদিনীপুর সহ প্রতিবেশী আরো তিনটি জেলা থেকে মোট ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশের উপর নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে, তারাই এই জাতীয় স্তরের আবাসিক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

জাথীয় স্তরের কর্মশালায়:

গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবাসিক শিবিরে ভারতের বিভিন্ন নামী প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানীরা প্রত্যহ উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে কর্মশালাকে বিশেষ মাত্রা দিয়েছেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুনের NCCS-র অধ্যাপক ড. জি সি মিশ্র, ব্যাঙ্গালুরু IISC-র অধ্যাপক ড. পি কে দাস, IIT খড়্গপুরের অধ্যাপক ড. মিহির কুমার দাস এবং অধ্যাপক ড. মানস কুমার লাহা। ১৩ নভেম্বর বিজ্ঞান বিষয়ক জাতীয় স্তরের এই কর্মশালার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, মেদিনীপুর সিটি কলেজের কর্ণধার প্রদীপ ঘোষ, অধ্যক্ষ ড. সুদীপ্ত চক্রবর্তী, উপাধ্যক্ষ ড. কুন্তল ঘোষ, কর্মশালার আহ্বায়িকা ড.শ্রাবণী প্রধান প্রমুখ। কর্মশালার আহ্বায়ক তথা মেদিনীপুর সিটি কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শ্রাবণী প্রধান বলেন, “ভারতের বিজ্ঞান শিক্ষা ও গবেষণা বিষয়ে যাঁরা দিকপাল ব্যক্তিত্ব, যাঁদের গবেষণা প্রতি মুহূর্তে আমাদের সমৃদ্ধ করছে; সেইসব কৃতি ব্যক্তিত্বদের সঙ্গে পরিচয় ঘটানোর সাথে সাথেই, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের গবেষণার প্রতি উৎসাহিত করা এবং হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি এও জানান, কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

সিটি কলেজের কর্মশালায়:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago