Categories: Uncategorized

West Midnapore: পশ্চিম মেদিনীপুরের তৃণমূল যুব নেতার পরিবারে ৮ জন ‘টেট পাস’! প্রাথমিকে CBI তদন্তের মাঝেই বিজেপির বিস্ফোরক অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন:প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় বুধবার-ই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বিক্রির অভিযোগ উঠেছে কোন এক চন্দন মন্ডলের বিরুদ্ধে! ২০১৭ এর প্রাথমিক শিক্ষক নিয়োগে (অর্থাৎ, Primary TET 2014) ৮৬ জনের অবৈধ নিয়োগ হয়েছে বলে অভিযোগ। আর, এই বিতর্কের মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলাতেও উঠল বিস্ফোরক অভিযোগ। জেলা বিজেপির অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের একটি ব্লকের তৃণমূল যুব সভাপতির পরিবারে (আত্মীয় সহ) দু’টি টেট মিলিয়ে (২০১৪ ও ২০১৭) ৮ জন পাস করেছেন। এর মধ্যে, ২০১৪’র টেট পাস করা ৪ জন ইতিমধ্যে ২০১৭-তেই চাকরিতে যোগদান করছেন। বাকি ৪ জন ২০১৭’র টেট পাস করেছেন, যে নিয়োগ হয়নি! মঙ্গলবার তথ্য সহ এই বিস্ফোরক অভিযোগ করা হয়েছে, মেদিনীপুর জেলা বিজেপির তরফে। এ নিয়ে বিজেপি’র প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য সহ সভাপতি শমিত দাস জানিয়েছেন, “একদিকে রাজ্যজুড়ে যোগ্য ছেলে মেয়েরা টেট পাস করে চাকরির দাবিতে আন্দোলন করছেন। আর, কোন এক অদ্ভুত রহস্যবলে তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে ৮-১০ জন করে চাকরি পাচ্ছেন। এ নিয়ে আমাদের কাছে সমস্ত তথ্য আছে। প্রয়োজনে হাইকোর্টের হাতে সমস্ত তথ্য তুলে দেওয়া হবে।”

আন্দোলনে যোগ্য চাকরিপ্রার্থীদের (প্রতীকী ছবি) :

উল্লেখ্য যে, অভিযোগ ওই ব্লক যুব সভাপতির দিদি, কাকুর দুই ছেলে ও বৌমা ইতিমধ্যে চাকরি করছেন। পরবর্তী সময়ে, স্ত্রী, ভাইয়ের স্ত্রী, ভাগ্না ও ভাগ্নার স্ত্রী-ও টেট পাস করে চাকরির অপেক্ষা করছেন! বিষয়টিকে ব্যঙ্গ করে জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস বলেছেন, “যত মেধাবী ওই দোর্দণ্ডপ্রতাপ নেতার বাড়িতেই। তিনি আবার এক জেলা নেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমাদের কাছে খবর আছে। তবে, শুধু উনি নন, অন্য জেলার কথা ছেড়ে দিলাম, এই জেলাতেই বহু তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের বাড়িতে বাড়িতে একাধিকজন চাকরি করছেন। প্রকৃত মেধা বঞ্চিত হচ্ছে, আর চরম স্বজনপোষণ হচ্ছে এভাবেই। ধিক্কার জানাই আমরা।” যদিও, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “নিয়ম মেনেই প্রাথমিকে নিয়োগ হয়েছে। যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে, তবে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতে বিচার হবে। এ নিয়ে বলার কিছু নেই। আর, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপি-রও কুৎসা রটানোর কিছু নেই। ওদের দলেই তো দাদার অনুগামীরা আছেন। তাঁরাই ভালো বলতে পারবেন, গত কয়েক বছরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে কিভাবে ওঁদের সেই ‘দাদা’ চাকরির লিস্ট তৈরি করতেন! তৃণমূলের কেউ এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নয়।”

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

2 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago