thebengalpost.net
ট্রেড ফেয়ার নিয়ে সাংবাদিক বৈঠক:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: উদ্দেশ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসার। এক কথায় বলা যেতে পারে, ছোটো বা মাঝারি মানের শিল্পদ্যোগী বা শিল্পপতিদের সঙ্গে বৃহৎ শিল্পসংস্থা বা বড় শিল্পপতিদের মধ্যে সমন্বয় ঘটিয়ে শিল্পের সার্বিক শ্রীবৃদ্ধি ঘটানোই লক্ষ্য এই ‘শিল্প মেলা’ বা ‘ট্রেড ফেয়ার’ বা ভেন্ডর ডেভেলপমেন্ট প্রোগ্রামের। সেই লক্ষ্য পূরণেই রাজ্যের MSME দপ্তরের সঙ্গে হাত মিলিয়েছে BCCI বা বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাঁদের যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা তথা রাজ্যে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে MSME ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব ‘ট্রেড ফেয়ার’ (এমএসএমই শিল্প মেলা)। আগামী ১৪ থেকে ১৮ ডিসেম্বর জেলার অন্যতম শিল্পতালুক বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের অদূরে খড়্গপুর কলেজের মাঠে (ইন্দা) ৫ দিন ধরে চলবে এই ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের ‘ট্রেড ফেয়ার’ বা ‘শিল্প মেলা’। এই উদ্যোগ সফল করতে MSME মন্ত্রক ও বেঙ্গল চেম্বার-এর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে DCCI বা কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং খড়্গপুর চেম্বার অফ কমার্স।

thebengalpost.net
ট্রেড ফেয়ার নিয়ে সাংবাদিক বৈঠক:

প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজ্য তথা সারা দেশ জুড়ে ‘বেকারত্ব’ ক্রম বর্ধমান। কমছে কর্মসংস্থানের সুযোগ। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকাই দায়! অতিমারীর পর ছোট, বড় সমস্ত শিল্পের বাজারেই এসেছে অনভিপ্রেত ধাক্কা। এই পরিস্থিতিতে ছোটো ও মাঝারি শিল্পের বাজার চাঙ্গা করতে তথা শিল্পপতিদের নতুন দিশা দেখাতে একযোগে উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্যের সর্বপ্রাচীন ও দেশের দ্বিতীয় প্রাচীন বণিক সংগঠন বেঙ্গল চেম্বার ও MSME দপ্তরের তরফে। যদিও, খড়গপুরের এই শিল্প মেলাতে এবার মূলত ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত চার রাজ্যের (পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড) ছোট ও মাঝারি শিল্পপতিরা অংশগ্রহণ করবেন। তাঁদের উৎপাদিত জিনিসপত্র কিবা আইডিয়া যাতে TCS, WIPRO-র মতো বড় সংস্থাগুলির কাছে সরাসরি তুলে ধরা যায়; সেই উদ্দেশ্যেই এই শিল্প মেলার আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে শুক্রবার মেদিনীপুর শহরের একটি সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে।

একইসঙ্গে, এখনও যে সমস্ত ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ী বা শিল্পপতিরা MSME-র উদ্যম রেজিস্ট্রেশনের আওতায় আসেননি, তাঁদেরও অবিলম্বে এই রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে। রাজ্যের MSME দপ্তর, বেঙ্গল চেম্বার ও DCCI-এর আধিকারিকরা জানিয়েছেন, লোন কিংবা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে গেলে অবিলম্বে ছোট ব্যবসায়ী বা শিল্পপতিদের MSME-র অধীনে আসতে হবে। যদিও, গত ১ বছরে প্রায় ২ কোটি উদ্যম রেজিস্ট্রেশন (UDYAM Register) হয়েছে বলেও তাঁরা জানিয়েছেন। সর্বোপরি, এই শিল্প মেলার মধ্য দিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কে আরও সংগঠিত করে কর্মসংস্থান ও বাজারের সমৃদ্ধি ঘটানোই যে তাদের লক্ষ্য তা জানিয়েছেন MSME ও বেঙ্গল চেম্বারের কর্তারা।