Vidyasagar University

Vidyasagar University: স্নাতকোত্তরে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: স্নাতকোত্তরে (PG) ভর্তির‌ ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) ফিরেছে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা কমন এন্ট্রান্স টেস্ট (CET)। ইতিমধ্যেই শুরু হয়েছে অভিন্ন প্রবেশিকার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া। এবার সেই আবেদনের সময়সীমা বাড়ানো হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। গত ১২ জুলাই থেকে শুরু হয়েছে অনলাইনে ফর্মফিলাপ বা আবেদন প্রক্রিয়া। ঠিক ছিল, ফর্মফিলাপ চলবে ২৬ জুলাই পর্যন্ত। সময়সীমা বাড়ানো হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৫ অগস্ট পর্যন্ত ফর্মফিলাপ বা আবেদন করা যাবে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University):

প্রসঙ্গত, স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা ফিরছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বছর পাঁচেক পরে ফিরেছে ভর্তির এই পরীক্ষা। এর আগে, ২০১৯ সালে শেষবারের জন্য স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তারপর থেকে বন্ধই ছিল। মাঝে অতিমারি পরিস্থিতি গিয়েছে। এ বার ফের স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা (কমন এন্ট্রান্স টেস্ট) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, ভর্তির ক্ষেত্রে এবার ৮০- ২০ ফর্মুলা থাকছে। বছর পাঁচেক আগে যখন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হয়েছিল, তখন ৬০- ৪০ ফর্মুলা ছিল। অর্থাৎ, মোট আসনের মধ্যে ৬০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ পেতেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়ারা। বাকি ৪০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ পেতেন অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়ারা। এ বারে ৮০- ২০ সংরক্ষণ থাকছে। অর্থাৎ, মোট আসনের মধ্যে ৮০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ থাকছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়াদের। বাকি ২০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ থাকছে অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়াদের।

আগেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল‌ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে। সেই মতো ফর্মফিলাপও শুরু হয়েছে। ১২ জুলাই থেকে শুরু হয়েছে অনলাইনে ফর্মফিলাপ। ঠিক ছিল, ফর্মফিলাপ চলবে ২৬ জুলাই পর্যন্ত। সময়সীমা বাড়ানো হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৫ অগস্ট পর্যন্ত ফর্মফিলাপ করা যাবে। বিভিন্ন মহল থেকে এই বিষয়ে আবেদন জানানোর পরই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক মানছেন, ‘‘আগামী ৫ অগস্ট অবধি ফর্মফিলাপ চলবে।’’ এরপর পরীক্ষায় বসতে ইচ্ছুক আবেদনকারীদের নামের তালিকা প্রকাশিত হবে। কবে এই তালিকা প্রকাশিত হবে, সেটা পরে জানানো হবে। বিজ্ঞপ্তি দেবে বিশ্ববিদ্যালয়। কমন এন্ট্রাস টেস্ট অর্থাৎ অভিন্ন প্রবেশিকা পরীক্ষা কবে নেওয়া হবে, সেটাও পরে জানানো হবে। পরীক্ষার আগে যথারীতি আবেদনকারীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago