দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল: সোম আর মঙ্গলের (২২-২৩ এপ্রিল) তুলনামূলক স্বস্তির পর বুধবার (২৪ এপ্রিল) থেকে টানা ৭ দিন তাপপ্রবাহ বা হিট ওয়েভ (Heat Wave) আরও ভয়াবহ আকার ধারণ করতে চলেছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই ৬টি জেলায় চরম তাপপ্রবাহের রেড অ্যালার্ট (Red Alert) জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে চলেছে ২-৩ ডিগ্রি! সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে, মেদিনীপুর, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জায়গায় ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদেরা!

thebengalpost.net
চরম তাপপ্রবাহের সতর্কতা (ছবি- এস. মণ্ডল):

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার ও মঙ্গলবার দুই মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র দাবদাহ (বা, তাপমাত্রা) কিছুটা কমেছিল। আজ (মঙ্গলবার) বিকেলে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় সামান্য ঝড়-বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ (Meteorological Park) সূত্রে জানা যায়, সোমবার (২২ এপ্রিল) মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.২৫ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩৪‌.৪৯ ডিগ্রি সেলসিয়াস। আজ (মঙ্গলবার) এখনও পর্যন্ত মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪২‌.১৩ ডিগ্রি সেলসিয়াস (সকাল সাড়ে ১১টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে)। গড় তাপমাত্রা ৩৩.৯৬ ডিগ্রি সেলসিয়াস (বিকেল ৪টা পর্যন্ত)। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ভারতীয় আবহাওয়া বিভাগ (India Meteorological Department) বা মৌসম ভবন সূত্রে জানা গেছে, সোমবার (২২ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে সারা দেশের মধ্যে মেদিনীপুর শহর ছিল চতুর্থ স্থানে (প্রথম স্থানে ছিল ভুবনেশ্বর)। যদিও, মৌসম ভবনের তথ্য অনুযায়ী, সোমবার মেদিনীপুর শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস (VU-র তথ্য অনুযায়ী ৪৪.২৫ ডিগ্রি সেলসিয়াস)।