দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ লক্ষ্মীকান্ত ঘোষ সদ্য প্রয়াত হয়েছেন। অপরদিকে, প্রাণিসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিমল মাহাতো চাকুরী সংক্রান্ত কারণে পদত্যাগ করেছেন সম্প্রতি। এছাড়াও, বিভিন্ন কারণে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গুলিতে ৫ টি পদ খালি হওয়ায়, আজ পাঁচটি স্থায়ী সমিতির পদের পুনর্গঠন সম্পন্ন হলো।

thebengalpost.in
শালবনী পঞ্চায়েত সমিতির ৫ টি স্থায়ী কমিটিতে নতুন পাঁচ জন সদস্য যুক্ত হলেন :

পাঁচটি স্থায়ী সমিতিতে নতুন সদস্য হিসেবে যারা যুক্ত হলেন তাঁরা হলেন যথাক্রমে-
পূর্ত – সবিতা দুয়ারী
বন ও ভূমি – কাকলি সামন্ত
কৃষি, সেচ ও সমবায় – নন্দিতা সিং
খাদ্য ও সরবরাহ – বিনোদ মুর্মু
প্রাণিসম্পদ – সুমন চেটাল। নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি।