দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুরে, ২৩ জুলাই: বছরের প্রথম দিনই (২০২১ এর ১ লা জানুয়ারি) দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন হয়েছিলেন খড়্গপুরের যুবক অর্জুন সোনকার (ওরফে ভুলু)। ৬ মাস পেরিয়ে যাওয়ার পর গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত শুভম সোনার’কে। খড়্গপুর টাউন থানার পুলিশ গতকাল (বৃহস্পতিবার) রাতে খড়্গপুর শহরে ঢোকার মুখেই শুভম’কে গ্রেফতার করে। শুক্রবার তাকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হলে, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। মূল অভিযুক্ত গ্রেফতার হওয়ায়, খুশি অর্জুন সোনকারের বাবা-মা। কারণ, অতি সম্প্রতি তাঁরা সংবাদমাধ্যমের মধ্য দিয়ে, খড়্গপুর টাউন থানার নতুন আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন, “৬ মাস পেরিয়ে গেলো, এবার অন্তত তাঁদের ছেলের খুনিকে গ্রেফতার করা হোক!” অবশেষে, তা হওয়ায় তাঁরা টাউন থানার আইসি সহ জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

thebengalpost.in
গ্রেফতার শুভম সোনার :

প্রসঙ্গত উল্লেখ্য,‌ ২০২১ এর ১ লা জানুয়ারি ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে নিমপুরা মথুরাকাঠির বেবি রানী গ্রাউন্ডের ঠিক কাছে খুন হতে হয় বছর ৩০ এর যুবক অর্জুন সোনকার ওরফে ভুলুকে। খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, ওই যুবক প্রোমোটারি সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলো। সেই সূত্রেই শত্রু গোষ্ঠী’র হাতে খুন হতে হয়েছিলো তাকে। তবে, অর্জুনের বাবা হেমা সোনকার অভিযোগ করেছিলেন- “আমার ছেলে শাসক দলেরই ঘনিষ্ঠ ছিল। শাসক দলের একাধিক বড় বড় নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। জানি না তাকে কে বা কারা একেবারে ভরসন্ধ্যায় (৬ টা-সাড়ে ৬ টা নাগাদ) খুন করে পালিয়ে গেল!” মূল অভিযুক্ত ছিল, বছর ৩৫ এর শুভম সোনার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল, অর্জুন তৃণমূল কর্মী ছিল, তাকে খুন করে পালিয়ে গেছে বিজেপি কর্মী শুভম। যদিও, বিজেপি জানিয়েছে, শুভম তাদের দলের সঙ্গে যুক্ত নয়। আর, ওই ঘটনা রাজনৈতিক বিষয়ও নয়, ব্যবসায়িক কারণে খুন! তবে, বৃহস্পতিবার রাতে শুভম গ্রেফতার হওয়ায় অর্জুনের বাবা-মা’র সাথে সাথে খুশি শাসকদলের নেতা-কর্মীরাও। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৪ দিনের জন্য হেফাজতে নিয়েছে শুভম’কে।

thebengalpost.in
গ্রেফতার করল খড়্গপুর টাউন থানা :