Bankura

Primary Teacher: বাংলা-অঙ্ক কিছুই না পারা বাঁকুড়ার সেই ‘ভাইরাল’ শিক্ষকের পরিবর্তে নতুন শিক্ষক যোগ দিলেন স্কুলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ১৮ জুলাই: বাংলা বানান থেকে শুরু করে অঙ্ক-ইংরেজি সবেতেই ‘ডাহা ফেল’ বাঁকুড়ার ওন্দা থানার চড়ুইকুঁড় প্রাথমিক বিদ্যালয়ের সেই ‘ভাইরাল’ হওয়া শিক্ষক রাজীব কুমার দীক্ষিত-কে অবশেষে ছুটিতে পাঠাতে বাধ্য হলো বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (Bankura DPSC)। তাঁর পরিবর্তে ওই বিদ্যালয়ে মিঠুন সাঁতরা নামে এক শিক্ষককে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, প্রাইমারি ২০১৪ টেট থেকে ২০২১- এর জুলাই মাসে ওই বিদ্যালয়ে নিযুক্ত হন শিক্ষক রাজীব কুমার দীক্ষিত। তবে, তাঁর যা শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত জ্ঞান, তাতে ওই শিক্ষক আদৌও প্রাইমারি টেট পাস করেছেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে! বছর ৩৬-এর ওই শিক্ষকের বাংলা-অঙ্ক-ইংরেজি জ্ঞানের ‘দৌড়’ নেট মাধ্যমেও ভাইরাল হয়েছে গত ১১ জুলাই থেকে। কারণ, ওইদিনই ওই প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক-অভিভাবিকারা আন্দোলনে নেমেছিলেন ‘মহান শিক্ষক’ রাজীব কুমারের বদলির দাবিতে! আর, সেদিনই নেট মাধ্যমে ভাইরাল হয়েছিল ওই শিক্ষকের ‘বিয়োগ’ করতে গিয়ে কালঘাম ছুটে যাওয়ার ভিডিও। শেষ পর্যন্ত অবশ্য তিনি সেই বিয়োগ ভুল-ই করেছিলেন! এরপরই, নড়েচড়ে বসে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তাঁর পরিবর্তে বিদ্যালয়ে পাঠানো হয় নতুন শিক্ষক।

সেই প্রাথমিক শিক্ষক (রাজীব কুমার দীক্ষিত):

উল্লেখ্য যে, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নির্দেশে শনিবার (১৬ জুলাই) বাঁকুড়ার চড়ুইকুঁড় প্রাথমিক স্কুলে যোগ দেন মিঠুন সাঁতরা নামে নতুন ওই শিক্ষক। ফলে কিছুটা হলেও স্বস্তির হাওয়া স্কুল এবং ওই গ্রাম জুড়ে। প্রধান শিক্ষক দিলীপ কুমার নন্দী বলেন, “গ্রামবাসীরা ওই শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। ওই ঘটনার পর থেকে ওই শিক্ষক আর স্কুলে আসেননি। তিনি আর এই স্কুলে আসবেন কি না, তা আমার জানা নেই। আজ (শনিবার) মিঠুন সাঁতরা নামের এক জন শিক্ষক স্কুলে যোগ দিয়েছেন। আশা করি, এ বার স্কুলের পঠনপাঠন স্বাভাবিক ভাবে হবে।” চড়ুইকুঁড় গ্রামের বাসিন্দা স্বপন পাল বলেন, “ওই শিক্ষকের পড়ানোর ন্যূনতম যোগ্যতাও ছিল না। তাঁর হাতে আমাদের গ্রামের পড়ুয়াদের ভবিষ্যত অন্ধকার হয়ে যেত। তাই, ওই শিক্ষককের অপসারণের দাবিতে সরব হয়েছিলাম আমরা। আজ (শনিবার) নতুন শিক্ষক স্কুলে যোগ দেওয়ায় গ্রামবাসীরা এখন স্বস্তিতে।” প্রসঙ্গত, বাঁকুড়ার ওই স্কুলে ২০২১ সালের জুলাই মাসে সহ শিক্ষক পদে যোগ দিয়েছিলেন রাজীব কুমার দীক্ষিত। সম্প্রতি, তাঁর ভাইরাল হওয়া শংসাপত্রগুলি থেকে জানা যায়, ১৯৮৬ সালে জন্ম গ্রহণ করা রাজীব কুমার দীক্ষিত ২০০৮ সালে থার্ড ডিভিশনে মাধ্যমিক পাস করেছেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে। ২০১০- এ উচ্চ মাধ্যমিক পাস করেছেন ভোকেশনাল বিভাগ থেকে। তারপর অবশ্য ২০১৮ সালে ডি.এল.এড ট্রেনিং করেছেন। কিন্তু, বাংলা-অঙ্ক-ইংরেজি কিছুই না জানা ওই যুবক কিভাবে টেট পাস করলেন আর এই অ্যাকাডেমিক যোগ্যতা নিয়ে কিভাবেই বা মেধাতালিকায় জায়গা পেলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন‌ উঠেছে!

রাজীবের পরিবর্তে নতুন শিক্ষক (বাম দিকে) :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago