দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২০ সেপ্টেম্বর: উৎসবের মরশুম যতই এগিয়ে আসছে ততই করোনার তৃতীয় ঢেউ নিয়ে বাড়ছে চিন্তা! ইতিমধ্যেই কেরালায় মাত্রাতিরিক্ত সংক্রমণের প্রভাব দেখা গিয়েছে। টিকাকরণের ওপর জোর দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিধিনিষেধ জারির মাধ্যমে সংক্রমণের রাশ টানতে উদ্যোগী হয়েছে সরকার। তবে, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা তিরিশ হাজারের উপরে থাকলেও কমেছে মৃত্যুর সংখ্যা। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩০ হাজার ৭৭৩। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৯৫ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩০৯। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ১৮১। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮০ কোটি ৮৫ লক্ষ ৬৮ হাজার ১৪৪ জন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৩৭ লক্ষ ৭৮ হাজার ২৯৬ জন।

thebengalpost.net
রাজ্যের বুলেটিন :

এদিকে, গত একদিনে রাজ্যে টেস্টের সংখ্যা কমে যাওয়ায় নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৬৩৫। পাশাপাশি, মৃত্যু হয়েছে ১২ জনের। রবিবারও এই সংখ্যাটা ছিলো একই। এখনও পর্যন্ত রাজ্যে করোনার কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৪। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬২ হাজার ১৭৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬০৮ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮১০ জন। গত একদিনে রাজ্যে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ২৬ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩৮ হাজার ২০৬। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ১৭ জন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ১৫ জনের পজিটিভ এসেছে আরটিপিসিআর সূত্রে এবং ২ জনের পজিটিভ এসেছে বেসরকারি হাসপাতালের ট্রুন্যাট টেস্টের মাধ্যমে।